Tweet Debate: Actor Siddharth finally apologizes to Saina

টুইট বিতর্ক : অবশেষে সাইনার কাছে ক্ষমা চাইলেন অভিনেতা সিদ্ধার্থ

সাইনা নেহওয়ালের (Saina Nehwal) পোস্টে বিতর্কিত মন্তব্য করার জন্য প্রবল সমালোচিত হয়েছিলেন জনপ্রিয় দক্ষিণী অভিনেতা সিদ্ধার্থ (Siddharth)। অবশেষে অলিম্পিকে পদকজয়ী ভারতীয় শাটলারের কাছে ক্ষমা চাইলেন তিনি।

গত ৫ জানুয়ারি পঞ্জাবে গিয়ে কৃষকদের বিদ্রোহে আটকে পড়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিছুক্ষণ অপেক্ষা করার পর তিনি দিল্লি ফিরে যান। এই ঘটনার পরেই সাইনা টুইট করেন, ‘যদি তাদের প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিঘ্নিত হয়, তা হলে কোনও দেশ নিজেদের নিরাপদ বলতে পারে না। প্রধানমন্ত্রীর উদ্দেশে যে আক্রমণ করা হয়েছিল তার তীব্র ভাষায় নিন্দা করি।’

আরও পড়ুন: ওমিক্রন নেগেটিভ সৌরভ গঙ্গোপাধ্যায়; হাসপাতাল থেকে পেলেন ছাড়া

এই টুইটেরই উত্তর দিতে গিয়ে সিদ্ধার্থ যা লেখেন তা ‘রুচিহীন’ বলে বর্ণনা করেছেন খ্যাতনামী থেকে সাধারণ মানুষ। এ ব্যাপারে মহারাষ্ট্র ডিজিপি-কে একটি এফআইআর দায়ের করে আইনি ব্যবস্থা নিতে বলেছে জাতীয় মহিলা কমিশন। এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করারও নির্দেশ দেওয়া হয়েছে। তার মধ্যেই অবশ্য ক্ষমা চাইলেন সিদ্ধার্থ।

টুইট করেই ক্ষমা চেয়েছেন সিদ্ধার্থ। তিনি লেখেন, ‘সাইনা, কয়েক দিন আগে তোমার একটি টুইটের জবাব দিতে গিয়ে আমি যে কথা বলেছি তার জন্য ক্ষমা চাইছি। বেশ কিছু বিষয়ে তোমার সঙ্গে আমার মত বিরোধ হতেই পারে, কিন্তু তার জন্য যে ভাষা আমি ব্যবহার করেছি তা ঠিক নয়। আমি জানি ওর থেকে ভদ্র ভাষায় আমি কথা বলতে পারি। আশা করছি তুমি আমাকে ক্ষমা করে দেবে। তুমি সবসময় আমার চ্যাম্পিয়ন থাকবে।’’

আরও পড়ুন: IPL Sponsor: ‌বাদ চিনা সংস্থা VIVO, আইপিএলের টাইটেল স্পনসর হতে চলেছে টাটা গোষ্ঠী