Euro Cup 2021: আজ মুখোমুখি ইতালি -তুরস্ক, জেনে নিন কখন, কোথায় দেখবেন ম্যাচ

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

আজ ইউরোতে (Euro Cup 2020) অভিযান শুরু করছে ইতালি। প্রথম ম্যাচে তুরস্কের মুখোমুখি হবে আজুরিরা। পর্তুগাল, ফ্রান্স এবং ইংল্যান্ডের সঙ্গে সঙ্গে এবারে ইটালির নামের পাশেও জুড়ে দেওয়া হয়েছে ফেভরিট তকমা। কারণ, কোচ রবার্তো ম্যানচিনির অধীনে দুর্দান্ত ফর্মে ইটালিয়ানরা।

ভারতীয় সময় রাত সাড়ে ১২টায় প্রথম ম্য়াচে মুখোমুখি ইতালি ও তুরস্ক।রোমের স্তাদিও অলিম্পিও স্টেডিয়ামে আজ্জুরিরা (নীল জার্সি পরে মাঠে নামা দলকে এই নামেই ডাকে ইতালির সমর্থকেরা) নিজেদের প্রথম ম্যাচ খেলছে।

আরও পড়ুন: মেসিকে পেরিয়ে রাজমুকুট সুনীল ছেত্রীর, বাংলাদেশের বিরুদ্ধে জোড়া গোলে অবিশ্বাস্য রেকর্ড

এবার ইউরো হচ্ছে একাধিক দেশে। রোমের হাতে ওপেনিং ম্যাচের দায়িত্ব থাকলেও টুর্নামেন্টে সবথেকে বেশি ম্যাচ দেখতে চলেছে ইংল্যান্ডের ওয়েম্বলি স্টেডিয়াম। ২০১৮ সালের বিশ্বকাপে যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হয়েছিল ইতালি। তবে এখন দারুণ ফর্মে রবের্তো মানচিনির দল।ইউরোয় টানা দশটা কোয়ালিফাইং ম্যাচ জিতেছে ইতালি। টানা ২৭ ম্যাচ অপরাজিত- শেষ আট ম্যাচে একটাও গোল হজম করেনি তারা।

পিছিয়ে নেই তুরস্কও। বিশ্বচাম্পিয়ন ফ্রান্সকে যোগ্যতা অর্জন পর্বে হারিয়ে দিয়েছিল তারা।নিজেদের গ্রুপে দ্বিতীয় স্থান অর্জন করে যোগ্যতা অর্জন করেছে তুরস্ক।তুরস্কের অন্যতম শক্তি জমাট রক্ষণ। যোগ্যতা অর্জন পর্বে মাত্র তিনটি গোল হজম করেছে তারা।ইতালি বনাম তুরস্ক ম্যাচ দেখা যাবে সোনি সিক্স, সোনি টেন ওয়ান, সোনি টেন থ্রি, সোনি টেন ফোর চ্যানেল ও সোনি লিভ অ্যাপে। ছবি ইতালি ও ইউরো কাপের সোশ্যাল মিডিয়া থেকে নেওয়া।

আরও পড়ুন: শ্রীলঙ্কা সফরে ভারতের অধিনায়ক শিখর ধাওয়ান, সহ-অধিনায়ক ভুবনেশ্বর কুমার

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest