বৃহস্পতিবারই লন্ডন পৌঁছে গেল ভারতের পুরুষ এবং মহিলা দল। ইংল্যান্ডে উড়ে যাওয়ার আগে মুম্বইয়ে কোয়ারেন্টাইনে ছিল বিরাট কোহলি-মিতালি রাজরা।ভারতের পুরুষ এবং মহিলা দুই দলই লন্ডন থেকে সাউদাম্পটনে যাবে। সেখানেই দশ দিনের কোয়ারেন্টাইন কাটাবে তারা। বিমান থেকে নেমেই কেএল রাহুল ইনস্টাগ্রামে ছবি শেয়ার করেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘টাচডাউন’।
১৮ জুন থেকে সাউদাম্পটনেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে মাঠে নামবে টিম ইন্ডিয়া। মিতালি রাজরা আবার সাউদাম্পটনে কোয়ারেন্টাইন পর্ব কাটানোর পর ব্রিস্টলে চলে যাবেন। সেখানে তাঁদের ইংল্যান্ডের বিরুদ্ধে একটি টেস্ট ম্যাচ খেলার কথা। এছাড়াও তিনটি ওয়ান ডে এবং তিনটি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলবে তারা।
আরও পড়ুন: UEFA Champions League: শ্রেষ্ঠত্বের মুকুট জিততে মুখোমুখি চেলসি-ম্যান সিটি
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পরে ৪ অগস্ট থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে ৫ ম্যাচের টেস্ট সিরিজ খেলবেন বিরাট কোহলিরা।সাউদাম্পটনেই বাধ্যতামূলক কোয়ারান্টাইনে ভারত প্র্যাক্টিস করতে পারবে কিনা, সেটা নিয়ে এখনও পরিষ্কার করে কিছুই জানানো হয়নি।ইংল্যান্ড সফরের জন্য ভারতের পুরুষ এবং মহিলা দলের ক্রিকেটাররা পরিবার নিয়ে যাওয়ার অনুমতি পেয়েছে।
আরও পড়ুন: লর্ডসে নতুন ইতিহাস, সৌরভের ২৫ বছরের পুরনো রেকর্ড ভাঙলেন কিউয়ি ওপেনার