Virat Kohli: "Should See The Other...": Virat Kohli 'Beaten Up' Instagram Story Viral. Internet Reacts

Virat Kohli: চোখে-মুখে আঘাতের চিহ্ন, নাকে ব্যান্ডেড, হঠাৎ কী হল কোহলির?

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

হঠাৎ বিরাট কোহলির এ কী হল? কোনও দুর্ঘটনার কবলে পড়েছিলেন? না কি পড়ে গিয়ে আহত হয়েছেন? সারা মুখে আঘাতের চিহ্ন দেখা যাচ্ছে। নিজেই নিজের অবস্থার কথা জানিয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক।

নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি শেয়ার করেছেন বিরাট কোহলি। যা এক ঝলক দেখলে আঁতকে উঠবে যে কেউ। ছবিতে দেখা যাচ্ছে বিরাট কোহলির নাকে ব্যান্ডেড, চোখে-মুখে একাধিক আঘাতের চিহ্ন, নানা জায়গায় পড়ে গিয়েছে কালশিটে। মনে হবে বিরাট কোনও দুর্ঘটনার কবলে পড়েছেন না হলে কেউ মেরেছে।বিরাট কোহলি এই ছবি শেয়ার করার পর তা নেট দুনিয়ায মুহূর্তের মধ্যে ঝড় তোলে।

এক গাল হাসির সঙ্গে বাঁ হাত তুলে ভিকট্রি চিহ্নও দেখিয়েছেন। এবং এর পর ইনস্টাগ্রাম স্টোরির ক্যাপশনে লিখেছেন, ‘আপনাদের উচিত অন্য লোকটাকে দেখা।’ অনেকে তাঁর এই পোস্টে হতবাক হলেও, বুঝে নিতে অসুবিধা হয় না যে, কোনও বিজ্ঞাপনের শুটিংয়ের জন্যই এমনভাবে সেজেছেন তিনি।

কোহলি পুমা কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসাডর। এমন হতে পারে, তাদের হয়েই চমক দেখালেন প্রাক্তন ভারত অধিনায়ক।

 

View this post on Instagram

 

A post shared by Virat Kohli (@virat.kohli)

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest