Virat Kohli steps down as India Test captain

Virat Kohli: অসততা করতে পারব না, বিবৃতি দিয়ে এ বার টেস্ট ক্যাপ্টেন্সিও ছেড়ে দিলেন বিরাট

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

সীমিত ওভারের পর এবার টেস্ট ক্রিকেটেও দেশের অধিনায়কত্ব ছাড়লেন বিরাট কোহলি। শনিবার এক বিজ্ঞপ্তি দিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন ভারতের টেস্ট দলের অধিনায়ক। বিসিসিআইয়ের সঙ্গে বিবাদ এবং দক্ষিণ আফ্রিকা সিরিজে হারের পরই বড় সিদ্ধান্ত নিলেন বিরাট।

আমিরশাহিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই ছোট ফর্ম্যাটের ক্যাপ্টেন্সি ছেড়ে দিয়েছিলেন বিরাট। নতুন ক্যাপ্টেন হিসেবে তুলে ধরা হয় রোহিত শর্মাকে। বিশ্বকাপের পর, দক্ষিণ আফ্রিকা সফরের আগে ওয়ান ডে সিরিজ থেকে ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দিয়েছিল বোর্ড। তা নিয়ে কম জলঘোলা হয়নি। খোদ বিরাটই সফরে যাওয়ার আগের দিন সাংবাদিক সম্মেলনে বোর্ডের বিরুদ্ধে সরাসরি মুখ খুলেছিলেন। যা নিয়ে কম অস্বস্তিতে পড়েনি বিসিসিআই। বিরাটের উপর যে চাপ ছিল, তা নিয়ে কোনও সন্দেহ নেই। সেই চাপের সামনেই কি নতিস্বীকার করতে হল তাঁকে?

বোর্ডের বিরুদ্ধে বিরাট মুখ খোলায় খোদ প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় তোপের মুখে পড়ে গিয়েছিলেন। ভারতীয় ক্রিকেটমহল সৌরভের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলে দিয়েছিল। একাধিক প্রাক্তন ক্রিকেটার বলেছিলেন, কেরিয়ারে এমন পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছেন সৌরভ। তাঁর উচিত ছিল বিরাটের পাশে দাঁড়ানো। বিরাটের মন্তব্যের জেরে আর পাল্টা মন্তব্য করেননি বোর্ড প্রেসিডেন্ট। বরং তিনি বলেছিলেন, এ ব্যাপার নিয়ে যা বলার বোর্ডই বলবে।

আরও পড়ুন: ভারতকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল দক্ষিণ আফ্রিকা

এক বিবৃতিতে কোহলি লিখেছেন, ‘গত সাত বছর ধরে প্রতিদিন কঠোর পরিশ্রম, একটানা ধৈর্য দেখিয়ে দলকে একটা সঠিক দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি। সম্পূর্ণ সততার সঙ্গে এই কাজ করেছি এবং কিছু বাদ রাখিনি। কোনও একটা স্তরে এসে সবকিছুই একসময় থেমে যায় এবং টেস্ট দলের অধিনায়ক হিসেবে, আমার কাছেও এটাই থেমে যাওয়ার সময়।’

কোহলির সংযোজন, ‘এই যাত্রাপথে অনেক উত্থান এবং কিছু পতন হয়েছে। কিন্তু কখনওই চেষ্টা বা বিশ্বাসের খামতি থাকেনি। যা-ই করি না কেন, বরাবর নিজের ১২০ শতাংশ দেওয়ার চেষ্টা করেছি। যদি সেটা না পারি, তা হলে আমি জানি এটা সঠিক কাজ নয়। দলের প্রতি অসৎ হতে পারব না।’

আলাদা করে কোহলির বিবৃতিতে উঠে এসেছে ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রীর কথা। কোহলি লিখেছেন, ‘রবি শাস্ত্রী এবং বাকি সাপোর্ট স্টাফদের প্রশংসা প্রাপ্য। ভারতীয় দল যে ভাবে একটা গাড়ির মতো ধারাবাহিক ভাবে উপরে উঠে এসেছে, সেই গাড়ির ইঞ্জিন ছিলেন ওঁরা। আমার দর্শনকে সত্যি করার জন্য তোমাদের ভূমিকা অসামান্য।’

তবে কোহলির বিবৃতিতে সব থেকে বেশি ধন্যবাদ পেয়েছেন মহেন্দ্র সিংহ ধোনি। কোহলি একদম শেষে লিখেছেন, ‘এমএস ধোনিকে সব থেকে বেশি ধন্যবাদ আমাকে অধিনায়ক হিসেবে যোগ্য মনে করার জন্য। ভারতীয় ক্রিকেটকে এগিয়ে নিয়ে যেতে পারি, এই বিশ্বাস ধোনির ছিল।’

আরও পড়ুন: India vs South Africa: অধরা সিরিজ জয়, শেষ টেস্টে ৭ উইকেটে হেরে ১-২ ফলে পরাজয় ভারতের

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest