Virat Kohli Woman kisses Virat Kohli wax statue at Delhi’s Madame Tussauds

Virat Kohli: প্রকাশ্যে ঠোঁটে চুমু তরুণীর! তার পর কী করলেন বিরাট কোহলি?

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

২২ গজের রানমেশিন বিরাট কোহলি বরাবর ক্রিকেট প্রেমিদের মনে ঝড় তোলেন। তবে শুধু ব্যাটার বিরাট নয়, মাচো লুকের হ্যান্ডসাম কোহলিও বিরাট ঝ়ড় তোলেন নারী হৃদয়ে। ২০১৭ সালে হয়ে গিয়েছে বিয়েছে। এক কন্যা সন্তানের বাবাও। বয়সও ৩৫-এর দোরগোড়ায়। ভারতীয় দল ও আইপিএলে আরসিবি-র অধিনায়কত্বও নেই। তাতে কুছ পরোয়া নেহি বিরাট কোহলি মহিলার ফ্যান ফলোয়িংয়ে। এবার ‘বিরাট কোহলিকে’ লিপ কিস করে ভাইরাল হলেন তরুণী! আর সেই ভিডিয়ো ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ল নেটমাধ্যমে।

বিরাট এখন দেশের মাটিতে চলতি ‘বর্ডার গাওসকার ট্রফি’-তে খেলছেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই মুহূর্তে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজে এগিয়ে রয়েছে ভারত। তারই মাঝে বিরাটের অনুরাগীর সঙ্গে ভাইরাল হল এক ভিডিয়ো।

আরও পড়ুন: Dipa Karmakar: নিষিদ্ধ ড্রাগ নেওয়ার দায়, ২১ মাসের জন্য নির্বাসিত ভারতীয় জিমন্যাস্ট দীপা কর্মকার,

দিল্লির মাদাম তুসো মিউজিয়ামে ভারতের জার্সি পরে ব্যাট হাতে কোহলির একটি মোমের মূর্তি বসানো রয়েছে। ভাইরাল ভিডিয়োতে দেখা গিয়েছে, সেই মূর্তির ঠোঁটে ঠোট রাখছেন এক তরুণী। তাঁর চোখে মুখে ভালবাসার ছাপ। কেবল তাই নয়, তার পরেই নিজের গালটিও তিনি বাড়িয়ে দিচ্ছেন কোহলির মূর্তির দিকে।

কোহলির অনুরাগীর এমন কাণ্ড দেখে নেটাগরিকরা নানা রকম মন্তব্য করেছেন। এক জন লিখেছেন, ‘‘এমন তরুণীদের থেকে মূর্তিগুলিও সুরক্ষিত নয়।’’ আর এক জন লিখেছেন, ‘‘বৌদি এই ভিডিয়োটি দেখলে ওঁর ঠোঁটই কেটে দেবেন!’’ এই ঘটনার পর এখনও কোনও রকম মন্তব্য করেননি বিরাট। ভিডিয়ো দেখে কী বলবেন অনুষ্কা, তা নিয়েও নেটাগরিকদের মধ্যে মশকরা চলছে।

আরও পড়ুন: Prithvi Shaw: পৃথ্বী শ-কে ব্যাট দিয়ে মারধর করে গ্রেফতার নায়িকা! কে এই স্বপ্না গিল

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest