Virat Kohli's Emotional Message To Fans After Last Match As India T20I Captain

T20 ক্রিকেটের অধিনায়কত্ব ছাড়লেন কোহলি, দাপুটে ব্যাটসম্যান হিসেবে ফিরে আসার ইঙ্গিত

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

টি-২০ ক্যাপ্টেন্সি থেকে অব্যহতি নিলেন। তবে আগের মতোই আগ্রাসন নিয়ে মাঠে নামবেন, জানিয়ে দিলেন বিরাট কোহলি। নমিবিয়ার বিরুদ্ধে বিশ্বকাপের শেষ ম্যাচের পর কোহলি স্পষ্ট জানান, যেদিন পরিচিত আগ্রাসন হরিয়ে বসবেন, খেলা ছেড়ে দেবেন সেদিনই।

নামিবিয়ার বিরুদ্ধে ৯ উইকেটে জেতে ভারত। ম্যাচ শেষে টুইট করে কোহলি লেখেন, ‘আমরা একসঙ্গে নিজেদের লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছিলাম। কিন্তু শেষ পর্যন্ত পৌঁছতে পারিনি। এর জন্য আমদের চেয়ে বেশি কষ্ট কেউ পায়নি। আপনাদের সকল থেকে যে সমর্থন পেয়েছি তা অতুলনীয়। এর জন্য আমরা কৃতজ্ঞ। প্রতিজ্ঞা করছি আমরা আরও শক্তিশালী হয়ে ফিরে আসব এবং নিজেদের সেরাটা দেব। জয় হিন্দ।’

নমিবিয়া ম্যাচের পর বিরাট বলেন, ‘আমার আগ্রাসন কখনও বদলাবে না। যখন স্বভাবসূলভ আগ্রাসন চলে যাবে, খেলা ছেড়ে দেব।’

ক্যাপ্টেন্সি ছাড়া প্রসঙ্গে কোহলি বলেন, ‘এটা এক ধরণের স্বস্তি। আমি আগেই বলেছি, এটা আমার কাছে অত্যন্ত সম্মানের। তবে নিজের ওয়ার্কলোড ম্যানেজ করার এটাই সঠিক সময়। গত ৬-৭ বছর ধরে একটানা ক্রিকেটে নিজেকে নিংড়ে দিতে হচ্ছে। তবে যাত্রাটা দারুণ মজাদার ছিল। আসাধারণ সব ছেলেদের নিয়ে আমরা দল হিসেবে দারুণ পারফর্ম করেছি। আমি জানি যে, বিশ্বকাপে আমরা খুব বেশিদূর যেতে পারিনি। তবে টি-২০ ক্রিকেটে আমরা ভালো খেলেছি এবং একসঙ্গে খেলা উপভোগ করেছি। প্রথম দু’টো ম্যাচে আমরা সাহসী হতে পারিনি। তবে ব্যর্থতার জন্য টস হারাকে দায়ি করার মতো দল আমরা নই।’

ভারতের টি২০ অধিনায়ক হিসেবে ৫০টি ম্যাচ খেলেছেন বিরাট কোহলি। জিতেছেন ৩২টি, হেরেছেন ১৬টি। দু’টি ম্যাচের কোনও ফলাফল হয়নি। তাঁর নেতৃত্বে এটাই ছিল ভারতের প্রথম টি২০ বিশ্বকাপ। ১৭ নভেম্বর থেকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজ খেলবে ভারত। সেই সিরিজের আগেই নতুন কোচ হিসেবে দলের সঙ্গে যোগ দেবেন রাহুল দ্রাবিড়। নতুন অধিনায়কের নামও জানিয়ে দেবে ভারতীয় ক্রিকেট বোর্ড।

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest