Site icon The News Nest

ধোনিকে অতিক্রম করলেন বিরাট, ওভাল টেস্ট জিতে প্রথম ভারত অধিনায়ক হিসেবে গড়লেন অনন্য নজির

VIRAT DHONI

লিডসেই সুযোগ ছিল ধোনিকে টপকে ভারত অধিনায়ক হিসেবে অনন্য নজির গড়ার। ভারত হেডিংলে টেস্ট হেরে বসায় রেকর্ড গড়া হয়নি বিরাটের। তবে ওভাল টেস্টে টিম ইন্ডিয়া জয় ছিনিয়ে নেওয়ায় কোহলির মুকুটে যোগ হয় রঙিন পালক। ধোনিকে টপকে বিরল ক্যাপ্টেন্সি নজির গড়েন তিনি।ওভালের জয়ের ফলে টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন হিসেবে কোনও একটি দেশের বিরুদ্ধে সবথেকে বেশি টেস্ট জেতার রেকর্ড গড়েন কোহলি। তিনিই প্রথম ভারত অধিনায়ক, যিনি কোনও একটি দেশের বিরুদ্ধে ১০টি টেস্ট জয়ে নেতৃত্ব দিলেন দলকে।

এতদিন কোনও একটি দেশের বিরুদ্ধে ভারত অধিনায়ক হিসেবে সবথেকে বেশি টেস্ট জয়ের নজির ছিল যুগ্মভাবে মহেন্দ্র সিং ধোনি ও বিরাট কোহলির নামে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতকে মোট ৯টি টেস্ট জয়ে নেতৃত্ব দিয়েছেন ধোনি। লর্ডস টেস্টে ভারত জয় তুলে নেওয়ায় ধোনির রেকর্ডে ভাগ বসিয়ে ছিলেন কোহলি। লর্ডসে জয়ের সুবাদে অধিনায়ক হিসেবে ইংল্যান্ডের বিরুদ্ধে মোট ৯টি টেস্ট জয়ের নজির গড়েছিলেন বিরাট। এবার ওভাল টেস্ট জিতে ধোনির কাছ থেকে রেকর্ড ছিনিয়ে নিলেন তিনি। এখন থেকে এই রেকর্ড এককভাবে লেখা থাকবে কোহলির নামে।

আরও পড়ুন:  অন্তিম লুকে বাজিমাত সলমান-আয়ুষের! মুক্তি পেল ফার্স্ট লুক পোস্টার

নজরে সাফল্য

১. বিরাট কোহলি- ইংল্যান্ডের বিরুদ্ধে ১০টি টেস্ট জিতেছেন।
২. মহেন্দ্র সিং ধোনি- অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৯টি টেস্ট জিতেছেন।
৩. বিরাট কোহলি- দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৭টি টেস্ট জিতেছেন।
৪. সৌরভ গঙ্গোপাধ্যায়- জিম্বাবোয়ের বিরুদ্ধে ৬টি টেস্ট জিতেছেন।
৫. বিরাট কোহলি- শ্রীলঙ্কার বিরুদ্ধে ৬টি টেস্ট জিতেছেন।
৬. বিরাট কোহলি- ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৬টি টেস্ট জিতেছেন।

আরও পড়ুন: ‘আফগানিস্তান নিয়ে বড় বড় কথা, কাশ্মীরে কী হচ্ছে?’, কেন্দ্রকে তোপ ‘গৃহবন্দি’ Mehbooba Mufti’র

Exit mobile version