We are Confident to Win Over FC Nasaf says Antonio Habas

ইতিহাসের সামনে সবুজ-মেরুন, দলের শক্তিতে আস্থা হাবাসের

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

ইতিহাসের সামনে দাঁড়িয়ে প্রীতম কোটাল (Pritam Kotal), শুভাশিস বসুরা (Subhashis Basu)। মেগা ম্যাচের আগে উত্তেজনায় ফুটছেন রয় কৃষ্ণারা (Roy Krishna)। তবে সতর্ক কোচ হাবাস (Antonio Lopez Habas)। হাইভোল্টেজ ম্যাচ জিতলেই এএফসি কাপের খেতাবের দিকে কয়েক কদম এগিয়ে যাবে সবুজ-মেরুন। তৈরি হয়ে যাবে ইতিহাসও। উজবেকিস্তানের (Uzbekistan) এফসি নাসাফের (FC Nasaf) বিরুদ্ধে নামার আগে সমস্ত ছক সাজিয়ে রাখলেন বাগানের স্প্যানিশ কোচ।

দুবাইয়ের শিবিরেই নাসাফ বধের রণকৌশল সাজিয়ে নিয়েছিলেন হাবাস। নাসাফের উইং প্লে বন্ধ করতে বাড়তি নজর এটিকে মোহনবাগান কোচের। উজবেকিস্তানের পরিবেশে খাপ খাইয়ে নিয়েছেন কাউকোরা (Joni Kauko)। এএফসি কাপের ইন্টারজোনাল সেমিফাইনালেই সবুজ-মেরুন জার্সিতে অভিষেক হচ্ছে জনি কাউকোর। ইউরো কাপে (Euro Cup) খেলা ফেরা ফিনল্যান্ডের (Finland) এই ফুটবলার বাগানের জার্সিতে নিজের সেরাটা মেলে ধরতে মরিয়া।

গ্রুপ পর্বে না খেললেও, নক আউটে কাউকোকে দিয়েই বাজিমাত করতে চাইছেন হাবাস। ম্যাচের আগের দিন মূল স্টেডিয়ামে অনুশীলন করেন রয় কৃষ্ণারা। এফসি নাসাফের বিরুদ্ধে ভারতীয় ফুটবল দলের রেকর্ড ভালো নেই। ১০ বছর আগে নাসাফের কাছে ০-৯ গোলে হেরেছিল ডেম্পো। তবে এটিকে মোহনবাগান অনেক শক্তিশালী দল। পাল্লা দিয়ে জয় ছিনিয়ে আনতে তৈরি রয় কৃষ্ণা, ডেভিড উইলিয়ামসরা।

ফুটবলারদের মানসিক ভাবে উদ্বুদ্ধ করছেন কোচ হাবাস। বিপক্ষ শিবির নিয়ে বাগান কোচের প্রতিক্রিয়া, ‘যে কোনও প্রতিযোগিতামূলক টুর্নামেন্টেই এফসি নাসাফ খুব ভয়ঙ্কর। অনেক শক্তিশালী দল ওরা। ম্যাচের রং পাল্টে দেওয়ার মতো ফুটবলার রয়েছে ওদের দলে।’ বিপক্ষের উইং প্লে আটকাতে সব রকম স্ট্র্যাটেজি তৈরি করে ফেলেছেন। একই সঙ্গে বিপক্ষের জালে বল জড়াতেও রয় কৃষ্ণাদের স্ট্র্যাটেজি বাতলে দিচ্ছেন হাবাস। বিপক্ষের রক্ষণে ফাঁকা জায়গা তৈরি করে গোলের মুখ খোলাই লক্ষ্য রয় কৃষ্ণা, ডেভিড উইলিয়ামসদের (David Williams)। জনি কাউকোকে পেয়ে দলের ধার আরও বেড়েছে বলে মনে করছেন হাবাস। সমর্থকদের জন্য মাঠে নিজেদের একশো শতাংশ দিতে তৈরি ম্যাকহিউরা (Carl Mchughes)।

নাসাফকে আটকাতে যে রক্ষণে শক্তি বাড়িয়ে মাঠে নামবেন আন্তোনিও লোপেজ হাবাস তা এই কদিন ধরে তাঁর দেওয়া ইঙ্গিতেই স্পষ্ট| যদিও নাসাফের মতো দলের বিরুদ্ধে নামার আগে অতি সাবধানী হাবাস| তবে রক্ষণাত্মক নয়, শুরু থেকে খানিকটা আক্রমণাত্মক ফুটবল খেলে প্রতিপক্ষকে চাপে রাখার চেষ্টাই করবে সবুজ-মেরুন ব্রিগেড| নাসাফের বিরুদ্ধে নামার আগে হাবাস জানান, ‘প্রতিযোগিতামূলক টুর্ণামেন্টে ওরা যথেষ্ট শক্তিশালী| আমাদের মতো ওদের দলেও রয়েছে নিমেষে ম্যাচের রং বদলে দেওয়ার মতো ফুটবলার| তাই সকলকেই সাবধানে খেলতে হবে’|

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest