Will Sourav act in the biopic himself?

বায়োপিকে অভিনয়ের প্রস্তাব ফেরালেন রণবীর,তবে কি নিজেই অভিনয় করবেন সৌরভ ?

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলীকে নিয়ে তৈরি হচ্ছে বায়োপিক। সৌরভের চরিত্রে অভিনয়ের প্রস্তাব নাকি ফিরিয়ে দিয়েছেন বলিউড অভিনেতা রণবীর কাপুর। টলিউড অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়কে নিয়ে নাকি আগ্রহী নন প্রযোজক। শেষমেশ কি নিজের চরিত্রে নিজেই অভিনয় করতে যাচ্ছেন সৌরভ?

গত জুলাই মাসে সৌরভ ঘোষণা করেছিলেন যে বলিউডে তার জীবন নিয়ে বায়োপিক তৈরি হওয়াতে তিনি রাজি আছেন। তখন শোনা যায়, সৌরভের ভূমিকায় অভিনেতা রণবীরকে দেখা যেতে পারে। এর পাশাপাশি খবর এটাও ছিল যে পরমব্রত সৌরভের চরিত্রে অভিনয় করতে পারেন। কারণ ‘‌দাদা’‌র সঙ্গে তার মুখের মিল রয়েছে। কিন্তু সাম্প্রতিক পাওয়া খবর অন্য গল্পই শোনাচ্ছে।

ভারতীয় সংবাদমাধ্যম জানাচ্ছে, সৌরভের চরিত্রে অভিনয় করতে একেবারেই আগ্রহী নন রণবীর!। কারও জীবনীচিত্রে অভিনয় করতেই আগ্রহী নন তিনি। তবে সঞ্জয় দত্তের বায়োপিকে যে তিনি অভিনয় করলেন! অভিনেতা বলেন, ওটাই একমাত্র ব‍্যতিক্রম। ছবির জন‍্য ‘হ‍্যাঁ’ না বলার আরও একটি কারণ দর্শিয়েছেন রণবীর। তিনি জানান, ক্রিকেট থেকে ফুটবলে বেশি আগ্রহী সে। নিজে খেলেনও। কিন্তু সৌরভের বায়োপিকে অভিনয় করলে গোটা ছবি জুড়েই শুধু ক্রিকেট। তাই পিছিয়ে এসেছেন রণবীর।

দাদাগিরি’ ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সভাপতির দুরন্ত সঞ্চালনার ভক্ত সবাই। একের পর বিজ্ঞাপনেও দারুণ অভিনয় করছেন তিনি। সব মিলিয়ে ক‍্যামেরার সামনে তিনি সাবলীল। প্রতিদিন তিনি নিজেকে ঘষামাজা করে আরও ধারাল করছেন। ফলে তার চরিত্রে তাকেই নেওয়ার একটি সম্ভাবনা নাকি তৈরি হয়েছে।

জানা গেছে, বায়োপিকের চিত্রনাট্য লেখার কাজ চলছে। চূড়ান্ত চিত্রনাট্য তৈরির পরে এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন প্রযোজক। এর আগে চলতি মাসের শুরুতে লাভ রঞ্জন এবং অঙ্কুর গর্গের প্রযোজনা সংস্থা লাভ ফিল্মস এই জীবনীচিত্র তৈরির কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে। সেই সময় উঠে এসেছিল আরও দুই তারকা পরিচালকের নাম। প্রযোজনা সংস্থা নাকি এই ছবি তৈরির ব্যাপারে নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের সাহায্য চেয়েছে।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest