WB Election 2021: মোদীর ব্রিগেডে থাকছেন সৌরভ? জল্পনা বাড়াল বিজেপি নেতৃত্ব, কি জবাব দিলেন সৌরভ

ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের বিজেপিতে যোগদান নিয়ে গুঞ্জন গত কয়েক বছর ধরেই চলছে। বিধানসভা নির্বাচনের দিনক্ষন ঘোষণা হতেই সেই জল্পনা আরও বাড়ল
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের বিজেপিতে যোগদান নিয়ে গুঞ্জন গত কয়েক বছর ধরেই চলছে। বিধানসভা নির্বাচনের দিনক্ষন ঘোষণা হতেই সেই জল্পনা আরও বাড়ল। আগামী ৭ মার্চ ব্রিগেডে জনসভা করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শহরে এখন কান পাতলেই শোনা যাচ্ছে সেই জনসভায় বড় চমক হতে পারেন সৌরভ নিজে। বিজেপির জনসভায় উপস্থিত থাকতে পারেন ভারতীয় ক্রিকেটের বোর্ড সভাপতি। বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্যের বক্তব্য সেই জল্পনা আরও উস্কে দিয়েছে।

বলেন, ‘সৌরভ গঙ্গোপাধ্যায় তো শুনেছি বিশ্রামে। শরীর ভালো হলে এই রোদে নেট প্র্যাকটিস বা ওয়ার্ম আপে যদি আসেন। মানুষ সেটাই চাইছেন। ওঁনার যদি আবহাওয়া ভালো মনে হয়, তাহলে মাঠে নামবেন।যদি তিনি আসেন তবে সাদরে স্বাগত জানান হবে।’

শমীকের মন্তব্যে সৌরভের বিজেপি-যোগদানের জল্পনা আরও ইন্ধন পায়। একের পর পর ফোন আসতে থাকে সৌরভের পরিবারের কাছে। রীতিমতো অবাক হয়ে যান সৌরভের স্ত্রী ডোনা। পরিবারের তরফে সৌরভের বিজেপি যোগদানের সম্ভাবনা উড়িয়ে দেওয়া হয়। একইসঙ্গে নিউজ ১৮ বাংলাকে সৌরভ জানান, ভুল খবর ছড়াচ্ছে। অর্থাৎ মোদীর জনসভায় তিনি থাকছেন না। গেরুয়া শিবিরে যোগদানের সম্ভাবনা নেই।

আরও পড়ুন: ইংল্যান্ডকে ১০ উইকেটে হারিয়ে সিরিজে ২-১ এগোলেন কোহালিরা, পিচ নিয়ে শুরু বিতর্ক

জানুয়ারির শুরুতেই মাইল্ড হার্ট অ্যাটাক হয়েছিল মহারাজের।তিনটি স্টেন্ট বসেছে। হাসপাতাল থেকে বাড়ি ফিরে বিশ্রামে ছিলেন। তারপর বাড়িতে বসেই অফিসের কাজ শুরু করেছেন। সম্প্রতি চেনা ঘেরাটোপেই থেকেই বিজ্ঞাপন শুটিংও সেরেছেন। বাড়ির বাইরে কোনও অনুষ্ঠানে যাচ্ছেন না। এমনকী আমদাবাদে গোলাপি বলের টেস্টে যাওয়ার কথা থাকলেও চিকিৎসকরা অনুমতি দেননি। তার ফলে সেই যাত্রাও বাতিল করতে হয় সৌরভকে। আপাতত যা খবর, তাতে চিকিৎসকদের অনুমতি পেলে আইপিএলের তৃতীয় সপ্তাহ থেকে আবার মাঠে থাকতে পারেন বিসিসিআই প্রেসিডেন্ট।

সৌরভ বরাবরই স্পষ্ট করে দিয়েছেন, খেলার সঙ্গে যুক্ত থাকতে চান তিনি। রাজনীতির ‘ম্যাচ’-এ অভিষেকের কোনও অভিপ্রায় নেই। তাতেও অবশ্য বিধানসভা ভোটের আগে সৌরভের রাজনৈতিক ভবিষ্যৎ নিযে জল্পনা লেশমাত্র কমেনি। বরং গুঞ্জন ছড়িয়েছিল, বিজেপির মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী হতে চলেছেন সৌরভ।

আরও পড়ুন: এক বছর পর কোর্টে, জয় দিয়েই অভিযান শুরু করলেন সানিয়া মির্জা

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest