Wimbledon 2023: Wimbledon Warns Tennis Fans To Not Use Quiet Room For Sex

Wimbledon 2023: সাইলেন্ট রুম সেক্স করার জন্য নয়, দর্শকদের জন্য সতর্ক বার্তা উইম্বলডনে

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

প্রার্থনা করার জন্য ব্যবহার করুন, সন্তানকে স্তন্যপান করানোর জন্য অবারিত দ্বার। তবে সাইলেন্ট রুমে সেক্স করা যাবে না কোনওভাবেই। দর্শকদের জন্য এমনই সতর্ক বার্তা জারি করল অল ইংল্যান্ড লন টেনিস ক্লাব।

আসলে উইম্বলডনের কোয়াইট রুম প্রার্থনা ও মেডিটেশনের জন্য ব্যবহার করা হয়। অনুরাগীরা চাইলে নিস্তব্ধ এই ঘরে গিয়ে প্রার্থনা করতে পারেন। এমনকি সন্তানদের নিয়ে খেলা দেখতে আসা মায়েরা এই ঘরে শিশু সন্তানকে স্তন্যপান করাতে পারেন। তবে সুযোগ বুঝে নিরিবিলি সেই ঘরের অপব্যবহার করার ঘটনা সামনে আসতেই নড়েচড়ে বসে আয়োজকরা।

আরও পড়ুন: Wrestlers Protest: সাপ্লিমেন্ট বিনামূল্যে পেতে যৌন সম্পর্ক স্থাপনের প্রস্তাব, ব্রিজভূষণের বিরুদ্ধে লাগাতার FIR

গতবছর ১২ নম্বর কোর্টের ঠিক পাশে অবস্থিত কোয়াইট রুম থেকে যুগলের শারীরিক মিলনের শব্দ ভেসে আসে, যা তীব্র অস্বস্তিতে ফেলে আয়োজকদের। শুধু একবার নয়, বরং নিরিবিলি দেখে এই ঘরটিকে একাধিক দর্শকযুগল ব্যক্তিগত মনোরঞ্জনের জন্য ব্যবহার করে বলে অভিযোগ। এবছর যাতে তেমন কিছু না ঘটে, সেদিকেই কড়া নজর কর্তৃপক্ষের।

অল ইংল্যান্ড লন টেনিস ক্লাবের চিফ এক্সিকিউটিভ শেলি বোল্টন এই প্রসঙ্গে বলেন, ‘আমরা এটা নিশ্চিত করতে চাই যে, দর্শকরা যাতে সুযোগ সুবিধার যথাযথ ব্যবহার করেন। যদি সমর্থকদের প্রার্থনা করার প্রয়োজন হয়, তাহলে তাঁরা এই নিরিবিলি জায়গা ব্যবহার করতে পারেন। স্তন্যপান করানোর জন্যও ব্যবহার করা যায় ঘরটি। তবে সুযোগের অপব্যবহার যাতে না হয়, সেদিকে নজর থাকবে আমাদের।’ উল্লেখ্য, এবছর উইম্বলডন শুরু হয়েছে ৩ জুলাই। ঐতহ্যশালী এই টুর্নামেন্ট চলবে ১৬ জুলাই পর্যন্ত।

আরও পড়ুন: Emiliano Martinez: দুই প্রধানের সদস্যপদ! ইস্ট-মোহনের নামে জয়ধ্বনি বিশ্বকাপ জয়ীর মুখে

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest