World record! Sumit in the javelin gold world, second gold in the Paralympics

বিশ্বরেকর্ড! জ্যাভলিনের সোনার সংসারে সুমিত, প্যারালিম্পিক্সে দ্বিতীয় সোনা

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

প্যারালিম্পিক্সে জ্যাভলিনে সোনা জিতলেন ভারতের সুমিত আন্তিল। এফ ৬৪ বিভাগে সোনা জিতে নিয়েছেন ভারতের এই প্যারালিম্পিয়ান। সুমিতের হাত ধরেই প্যারালিম্পিক্সে সপ্তম পদক পেল ভারত। ৬৮.৮৫ মিটার দূরে জ্যাভলিন ছুড়ে সোনা জেতেন সুমিত।

প্যারালিম্পিক্সে জ্যাভলিনে সোনা জিতলেন ভারতের সুমিত আন্তিল। এফ ৬৪ বিভাগে সোনা জিতে নিয়েছেন ভারতের এই প্যারালিম্পিয়ান। সুমিতের হাত ধরেই প্যারালিম্পিক্সে সপ্তম পদক পেল ভারত। ৬৮.৮৫ মিটার দূরে জ্যাভলিন ছুড়ে সোনা জেতেন সুমিত।

টোকিয়োতে নিজেই রেকর্ড গড়েছেন আবার নিজেই ভেঙেছেন। ৬৬.৯৫ মিটার দূরত্বে ছুড়ে প্রথম রাউন্ডের প্রথম থ্রোতেই বিশ্ব রেকর্ড গড়েছিলেন তিনি। এরপর নিজেই নিজেকে ছাপিয়ে যান। ৬৮.০৮ মিটার দূরে গিয়ে পড়ে তাঁর জ্যাভলিন। তৃতীয় ও চতুর্থ থ্রো ৬৫.২৭ মিটার ও ৬৬.৭১ মিটার দূরে গিয়ে পড়ে। পঞ্চম থ্রোতে ৬৬.৮৫ মিটার দূরে যায় তাঁর জ্যাভলিন তাতে যদিও সোনা জিততে কোনও অসুবিধা হয়নি সুমিতের।

এই বিভাগে রুপো জিতেছেন অস্ট্রেলিয়ার মাইকেল বুরেন। ব্রোঞ্জ জিতেছেন শ্রীলঙ্কার দুলান কোডিথুওয়াকু। এই ইভেন্টে ছিলেন ভারতের আরও এক প্রতিনিধি সন্দীপ চৌধুরী। পদক পাননি তিনি। চতুর্থ স্থানে শেষ করেছেন সন্দীপ। ৬২.২০ মিটার ছুড়েছেন তিনি।

আরও পড়ুন : প্যান্টের কাপড়ের ভাঁজে সোনাপাচারের নয়া কৌশল, বিমানবন্দরে ধরা পড়ে গেলেন যাত্রী

সোনার ছেলে সুমিতকে টুইটারে শুভেচ্ছা বার্তা জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লেখেন, “প্যারালিম্পিকে আমাদের অ্যাথলিটরা এক্কেবারে জ্বলজ্বল করছেন। সুমিত আন্তিলের রেকর্ড-ভাঙা পারফরম্যান্সে গোটা দেশ গর্বিত। সোনা জেতার জন্য সুমিতকে অনেক অভিনন্দন। ভবিষ্যৎের জন্য অনেক শুভকামনা রইলো।”

টোকিও প্যারালিম্পিকে জ্যাভলিনে ছেলেদের এফ-৬৪ বিভাগে অল্পের জন্য পদক পেলেন না আর এক ভারতীয় জ্যাভলিন থ্রোয়ার সন্দীপ চৌধুরি। ৬২.২০ মিটার ছুড়ে চতুর্থ হয়ে শেষ করলেন তিনি।

 

আরও পড়ুন : Tokyo Paralympics: মুখ পুড়ল ভারতের! যোগ্যতা ভাঁড়ানোয় ডিসকাসের ব্রোঞ্জ কেড়ে নেওয়া হল বিনোদের থেকে

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest