Wrestlers' protest: 2 athletes accuse Brij Bhushan Singh of touching breasts, belly during warm ups

Wrestlers Protest: স্বাস্থ্য পরীক্ষার অজুহাতে স্তনে হাত, ব্রিজভূষণের বিরুদ্ধে ওঠা মারাত্মক অভিযোগ প্রকাশ্যে

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

ভারতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি তথা বিজেপি সাংসদ ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলে বেশ কয়েকদিন ধরেই দিল্লির যন্তর মন্তরে অবস্থান বিক্ষোভ করছেন বজরং পুনিয়া, সাক্ষী মালিকদের মতো খেলোয়াড়রা। এরই মাঝে সুপ্রিম কোর্টের নির্দেশে ব্রিজ ভূষণের বিরুদ্ধে দায়ের হয়েছে দু’টি মামলা। এর প্রেক্ষিতে অভিযোগকারী মহিলা কুস্তিগীররা দিল্লি পুলিশের কাছে তাদের বয়ান রেকর্ড করেছেন। জানা গিয়েছে, বয়ানে দুই মহিলা কুস্তিগীর অভিযোগ করেছেন, টুর্নামেন্ট, ওয়ার্ম আপ এমনকি ডাব্লুএফআই অফিসে অনুপযুক্তভাবে তাঁদের শরীর স্পর্শ করেছিলেন ব্রিজ ভূষণ। ২১ এপ্রিল নয়াদিল্লির কনট প্লেস থানায় দায়ের করা দুটি পৃথক এফআইআর-এর প্রেক্ষিতে কমপক্ষে আটটি পৃথক ঘটনা উঠে এসেছে কুস্তিগীরদের বয়ানে।

যদিও ২ জন কুস্তিগীরের নাম সামনে আনা হয়নি। অভিযোগকারিনী প্রথম মহিলা কুস্তিগীর জানিয়েছেন, ব্রিজভূষণের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগের অন্তত পাঁচটি ঘটনার উল্লেখ করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে ২০১৬ সালে একটি টুর্নামেন্ট চলাকালীন রেস্তোরাঁয় ব্রিজভূষণ তাঁকে রাতের খাবারে আমন্ত্রণ জানান, এরপর তার শরীরের একাধিক স্থানে স্পর্শ করেন তিনি।

আরও পড়ুন: MS Dhoni : ইডেন জুড়ে শুধুই হলুদ জ্বর, ধোনি-ধোনি শব্দে মুখর স্টেডিয়াম

মহিলা কুস্তিগীরের আরও দাবি ২০১৯ সালেও তার সঙ্গে একই ধরণের ঘটনা ঘটে। তিনি তার অভিযোগে লিখেছেন, সিং তার সম্মতি ছাড়াই তার উরু এবং কাঁধ স্পর্শ করেছিলেন এবং দুই দিন পরে যখন তাকে WFI অফিসে রিপোর্ট করতে বলা হয়েছিল, তখন তিনি তার স্তন স্পর্শ করেছিলেন এবং তার পেটে হাত রেখেছিলেন। ২০১৮ সালে, একটি টুর্নামেন্ট চলাকালীন সিং ফের তার সঙ্গে একই রকম আচরণ করেন।

দ্বিতীয় অভিযোগকারিনী তার অভিযোগে জানিয়েছেন, অনুশীলন চলাকালীন শ্বাস পরীক্ষার নামে ব্রিজভূষণ তার স্তন ও পেট তার সম্মতি ছাড়াই স্পর্শ করেন। তিনি অভিযোগ করেন ফের একই ঘটনায় পুনরাবৃত্তি হয় এক বছর পরে সিং-এর অশোকা রোডের বাংলোতে। অভিযোগে তিনি বলেন, যখন তিনি তার অফিসে প্রবেশ করেন বিজভূষণ জোর করে তাকে কাছে টেনে নিয়েছিলেন এবং তার সঙ্গে অশালীন আচরণ করেন।

এদিকে ব্রিজ ভূষণের দাবি, তিনি নির্দোষ এবং তিনি নিজের পদ থেকে সরে দাঁড়াবেন না।

আরও পড়ুন: Sourav Ganguly: ‘ওখানে কি হচ্ছে জানি না’, কুস্তিগিরদের আন্দোলন নিয়ে মুখে কুলুপ সৌরভের

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest