Wrestler’s Protest: Vinesh Phogat invites Sourav Ganguly to Jantar Mantar protest after his, 'don't have complete knowledge' remark

Wrestler’s Protest: সৌরভের ‘গা বাঁচানো’ মন্তব্য নিয়ে মুখ খুললেন ভিনেশ, বললেন, ‘আন্দোলন জানতে হলে যন্তর মন্তরে আসুন!’

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

‘অবগত নই’ বলে যন্তর মন্তরে কুস্তিগীরদের আন্দোলন নিয়ে করা প্রশ্ন এড়িয়ে গিয়েছিলেন বিসিসিআই-এর প্রাক্তন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। এবার এহেন সৌরভকেই যন্তর মন্তরে আমন্ত্রণ জানালেন বিশ্ব চ্যাম্পিয়নশিপে মেডেল জয়ী ভিনেশ ফোগাট।  ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনাকের উদ্দেশে ভিনেশের বার্তা, ‘তিনি যদি আমাদের ন্যায়বিচারের সাধনায় আমাদের সমর্থন করতে চান, তাহলে একজন ক্রীড়াবিদ হিসেবে যন্তর মন্তরে আসতে পারেন এবং আমাদের কাছ থেকে সবকিছু বুঝে নিতে পারেন।’

রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার (ডব্লিউএফআই) সভাপতি এবং উত্তরপ্রদেশের বিজেপি সাংসদ ব্রীজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগে দিল্লির যন্তর মন্তরে ধরনায় বসেছেন দেশের তাবড় তাবড় কুস্তিগিররা। ব্রীজভূষণকে গ্রেফতার এবং সভাপতির পদ থেকে অপসারণের দাবিও তুলেছেন বজরং পুনিয়া, ভিনেশ ফোগাটের মতো তাররকা কুস্তিগিররা।

আরও পড়ুন: LSG vs RCB IPL 2023 : গুরুতর চোট লোকেশ রাহুলের, শেষ মরশুমের আইপিএল জার্নি !!!

দিন কয়েক আগে সৌরভকে কুস্তিগিরদের এই ধর্ণা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “ওঁদের লড়াই ওঁদেরই চালিয়ে যেতে দিন। ওখানে কী হচ্ছে ঠিক জানি না। সংবাদপত্রে ওঁদের কথা পড়েছি। ক্রীড়া দুনিয়ায় একটি বিষয় শিখেছি, যে বিষয়ে পরিষ্কার ধারণা নেই, সেই বিষয়ে মন্তব্য করা থেকে বিরত থাকা উচিত। আশা করি, দ্রুত এই বিষয়ের মীমাংসা হবে। কুস্তিগিররা দেশের হয়ে অনেক পদক জিতেছেন, সম্মান এনে দিয়েছেন। আশা করি এই সমস্যার নিষ্পত্তি হবে শীঘ্রই।” এরপরই সৌরভ কিছু জানেন না সত্যিই কি, নাকি গা বাঁচালেন, এই প্রশ্ন ঘুরতে থাকে নেট দুনিয়াতে।

সৌরভ এমন এক ব্যক্তিত্ব, যিনি সব বিষয়ে খবর রাখেন। শুধু তাই নয়, তিনি এই মুহূ্র্তে আইপিএলে দিল্লি ক্যাপিটালস দলের ডিরেক্টর পদে রয়েছেন। দিল্লিতেই বেশিরভাগ সময়ে রয়েছেন। রাজধানীতে গত তিন সপ্তাহ ধরে চলেছে কুস্তিগিরদের আন্দোলন। সেই ধর্না মঞ্চে এসেছেন বহু রাজনৈতিক ব্যক্তিত্বও। কিন্তু সৌরভ সেই আন্দোলনের বিন্দু বিসর্গ জানেন না বলে দাবি করেন। কুস্তিগিরদের আন্দোলন নিয়ে সৌরভের মতো প্রথমসারির ক্রীড়াবিদ এমন মন্তব্য কেন করলেন, সেই নিয়ে আলোচনা চলছেই। অনেকেই মনে করছেন, কুস্তিগিরদের অভিযোগ ফেডারেশনের সভাপতি ব্রিজভূষণ সিংয়ের বিরুদ্ধেই। তিনি আবার বিজেপি-র সাংসদ। মনে করা হচ্ছে, তাই সৌরভ নিজের অবস্থান এখনও পরিষ্কার করছেন না।

আরও পড়ুন: Jos Buttler: বাটলার ঝড়ে উড়ে গেল সানরাইজার্স, রানের পাহাড়ে রাজস্থান

 

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest