#কলকাতা: একুশে জুলাইয়ে মঞ্চ থেকে কাটমানি নিয়ে বিজেপিকে তীব্র আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের। তৃণমূল নেত্রীর দাবি, ‘সরকারি প্রকল্পে যাতে প্রত্যেকের কাছে সুষ্ঠু ভাবে পৌঁছয়, সেজন্য মহৎ উদ্দেশ্য নিয়েই তার উপর নজরদারির কথা বলা হয়েছিল। কিন্তু, রাজনৈতিক স্বার্থপূরণ করতে বিজেপি কাটমানি ফেরতের দাবি তুলেছে।’ কাটমানির পাল্টা হিসেবে বিজেপির বিরুদ্ধে ব্ল্যাকমানি ফেরতের দাবিতে আন্দোলন শুরুর হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এজন্য দলীয় কর্মীদের আন্দোলন শুরুর নির্দেশও দিয়েছেন তিনি।
ধর্মতলার সমাবেশস্থলে আসার সময় তৃণমূল কর্মীদের উপর হামলা চালানো হয়েছে। হুগলির গুড়াপ, পটাশপুর-সহ একাধিক জায়গায় তৃণমূলকর্মীদের উপর বিজেপি হামলা চালিয়েছে বলে অভিযোগ তৃণমূল নেত্রীর। এ নিয়ে সোমবারই ওই এলাকাগুলিতে পাল্টা প্রতিবাদ মিছিল করার নির্দেশ দিয়েছেন তিনি।
https://www.facebook.com/MamataBanerjeeOfficial/videos/472496936870706/