মঙ্গলকোটে TMC-র বুথ সভাপতিকে খুনের ঘটনায় ২৬ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের, আটক ৬

সোমবার নিগন গ্রামে বিজেপির সভা মঞ্চ থেকে সাংসদ সৌমিত্র খান-সহ জেলার সাধারণ সম্পাদক শিশির ঘোষ, বোবোল ঘোষ সকলেই উস্কানিমূলক বক্তব্য রাখায় এই খুনের ঘটনা ঘটেছে বলে অভিযোগ।
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

ভোটের মুখে মঙ্গলকোটে খুন হলেন তৃণমূল নেতা। এই ঘটনায় বিজেপি নেতা সহ ২৬ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। ৬ জনকে আটক করেছে পুলিশ।

অভিযোগের তির বিজেপির কাটোয়া জেলার সাধারণ সম্পাদকের বিরুদ্ধে। নিহত তৃণমূলের বুথ সভাপতি সঞ্জিত ঘোষের বাবা সাগর ঘোষের চাঞ্চল্যকর অভিযোগ, “বিজেপির নেতারা আমার ছেলেকে পিটিয়ে মেরেছে।” মূল অভিযুক্ত শিশির ঘোষ এখনও ফেরার। খুনের ঘটনায় থমথমে গোটা এলাকা।

সোমবার নিগন গ্রামে বিজেপির সভা মঞ্চ থেকে সাংসদ সৌমিত্র খান-সহ জেলার সাধারণ সম্পাদক শিশির ঘোষ, বোবোল ঘোষ সকলেই উস্কানিমূলক বক্তব্য রাখায় এই খুনের ঘটনা ঘটেছে বলে অভিযোগ।সাগর ঘোষের আরও অভিযোগ, “গ্রামে বিজেপি সংগঠন ক্রমশ দুর্বল হয়ে যাচ্ছিল। আমার ছেলেকে দেখে অনেকেই বিজেপি ছেড়ে তৃণমূলে চলে আসছিল সেই কারণেই বিজেপির নেতারা আমার ছেলেকে খুন করেছে।”

আরও পড়ুন: এবার বাড়িতে বসেই মিলবে জয়নগরের মোয়া, অর্ডার দিন ঝটপট…

‘গোষ্ঠীদ্বন্দে খুন হচ্ছেন তৃণমূল কর্মীরা। বিজেপির ঘাড়ে দোষ চাপিয়ে তাঁদের গ্রেফতার করা হচ্ছে’। মঙ্গলকোটের খুনে এমনই প্রতিক্রিয়া দিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তাঁর দাবি ‘রাজনৈতিক রং না দেখে গ্রেফতার হোক আসল অপরাধী’। অন্যদিকে, সৌমিত্র খাঁ বলেন, ‘কোনও প্ররোচনামূলক বক্তব্য নয়। গোষ্ঠীদ্বন্দ্বেই খুন তৃণমূল বুথ সভাপতি সঞ্জিত ঘোষ’, দাবি বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর। অনুব্রত মণ্ডলের দিকে অভিযোগ বিজেপি সাংসদের।

বিজেপির অভিযোগ অস্বীকার করে, তৃণমূল কংগ্রেসের মঙ্গলকোট ব্লক সভাপতি অপূর্ব চৌধুরীর বলেন, ‘আর কত মিথ্যা কথা বলবে বিজেপি। এখানে তৃণমূলের  কোন  গোষ্ঠী দ্বন্দ্বের ঘটনা নেই। প্রকাশ্যে দিনের বেলায় সঞ্জিতকে মেরেছে। বিজেপি নিজেরা বাঁচতে পারবে না। সঞ্জিত ঘোষ মৃত্যুর আগে যাঁরা তাঁকে মেরেছে তাঁদের নাম বলেছেন।  আগেও সঞ্জিতের সঙ্গে অভিযুক্তদের সঙ্গে ঝামেলা হয়েছিল সেটা থানা পর্যন্ত গড়িয়েছিল। আমরা পুলিশ প্রশাসনের উপর আস্থা রাখছি। বিজেপি খুনের রাজনীতি করে এলাকায় আতঙ্ক ছড়াচ্ছে’।

আরও পড়ুন: এবার দিলীপ ঘোষের সামনে বিজেপি কর্মীদের হাতাহাতি, চাপা থাকছেনা গোষ্ঠীকোন্দল!

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest