Site icon The News Nest

‘আমি দিদির সৈনিক, ভুল শুধরে নিতে চাই,’সোনালির পর এবার তৃণমূলে ফিরতে চান সরলা মুর্মু

sarala

সোনালি গুহর পর এবার সরলা মুর্মু। ভোটের আগে দলত্যাগ করে বিজেপিতে গিয়েও ফের পুরনো দলে ফিরতে চান তিনি। বিধানসভা ভোটে হবিবপুর থেকে সরলা মুর্মুকে প্রার্থী করে তৃণমূল। এরপরই তিনি দলত্যাগ করে বিজেপিতে যোগ দেন। গেরুয়া শিবিরে যোগ দিলেও ভোট প্রচারে সক্রিয় ভূমিকা নিতে দেখা যায়নি সরলা মুর্মুকে। ভোটের ফল ঘোষণার পর এবার ফের তৃণমূলে ফিরতে চান সরলা। তিনি জানিয়েছেন, ভুল বুঝে বিজেপিতে গিয়েছিলাম। আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের দলেই ফিরতে চাই।

সংবাদমাধ্যমে তিনি বলেন, ‘আমার পুরনো দল তৃণমূলেই ফিরতে চাই। ভুল বুঝিয়ে বিজেপি তাঁদের দলে নিয়েছিল আমাকে। আমি নিজের ভুল বুঝতে পেরেছি। তাই দলে ফিরতে চাইছি। দলের জেলা নেতৃত্বকেও জানিয়েছি। দরকারে মমতা বন্দ্যোপাধ্যায়কেও জানাব।’ তিনি জানিয়েছেন, তৃণমূলের যখন যেখানে প্রয়োজন হবে, সেখানেই দলের পাশে দাঁড়াবেন তিনি।

আরও পড়ুন : দলিত যুবককে জোর করে মূত্র পান করানো হল বিজেপি শাসিত কর্নাটকের পুলিশ হেফাজতে

মালদার হবিবপুর থেকে তৃণমূলের  টিকিট পেয়েও  বিজেপিতে  যোগদানের পর তিনি বলেছিলেন, “তৃণমূল থেকে শুধু পোস্ট দেওয়া হয় কোনও কাজ করতে দেওয়া হয় না। অনেক নেতা কাজ করতে বারণ করে। শান্তি-শৃঙ্খলা কিছুই নেই। আমি কখনও চাইনি ওখানকার প্রার্থী হব। বিজেপি থেকে আমরা কিছুই চাইছি না। নিঃস্বার্থে দলে যোগ দিয়েছি।”সরলা মুর্মু তখন দাবি করেছিলেন, মালদার বেশিরভাগ তৃণমূল কর্মী  বিজেপিতে যোগ দিয়েছেন।উল্লেখ্য, সরলা মুর্মুর বিজেপিতে যোগদানের জল্পনার মধ্যেই  হবিবপুর আসনে  তাঁর পরিবর্তে  তৃণমূল প্রদীপ বাস্কেকে প্রার্থী করেছিল।

ইতিমধ্যেই বিজেপি থেকে পদত্যাগ করেছেন প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাস। জল্পনা রয়েছে রাজীব বন্দ্যোপাধ্যায়কে নিয়েও। শুভেন্দু অধিকারীর পর যাঁর দলবদল নিয়ে সবথেকে বেশি শোরগোল হয়েছিল বাংলায়, তিনি রাজীব বন্দ্যোপাধ্যায়৷ কিন্তু ভোটে নিজের পুরনো কেন্দ্র ডোমজুড়েই হেরে গিয়েছেন তিনি৷ এর পর থেকেই কিছুটা অন্তরালে রয়েছেন প্রাক্তন বনমন্ত্রী৷

যদিও ফলপ্রকাশের পরই ইঙ্গিতবাহীভাবে তিনি বলেছেন, ‘যতদিন বাঁচব, মমতা বন্দ্যোপাধ্যায়কে সম্মান করে যাব।’ তাহলে কি পুরনো দলেই ফিরছেন? রাজীবের কৌশলী জবাব, ‘এখন আমি করোনার মোকাবিলায় ব্যস্ত আছি, এই সময় রাজনীতির কথা বলব না৷’

একের পর এক তৃণমূল থেকে বিজেপিতে যোগদানকারী নেতা-নেত্রীরা ফের পুরনো দলে ফিরতে চাইছেন। প্রত্যেকেই ‘ভুল স্বীকার’ করছেন ও বিজেপিতে ‘দম বন্ধ’ হওয়ার তত্ব খাড়া করছেন। এ প্রসঙ্গে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, ‘বিজেপি প্রত্যাশা মতো ফল করতে ব্যর্থ হয়েছে। তাই সুবিধা করতে পারছেন না তৃণমূল থেকে দলে যোগদানকারীরা। তাই ফের পুরনো দলে ফিরতে চাইছেন। বিজেপিতে যোগ দিয়ে কেউ যদি মনে করে ভুল করেছেন তবে সেটা তাঁদের সমস্যা। দু-একজন এলে গেলে বিজেপির কিছু যায় আসে না।’

আরও পড়ুন : দলিত যুবককে জোর করে মূত্র পান করানো হল বিজেপি শাসিত কর্নাটকের পুলিশ হেফাজতে

Exit mobile version