ভিডিওতে ‘মৃত কর্মী’, টুইটে দিল্লির সাংবাদিক জানালেন ,“বেঁচে আছি”! বিপাকে বিজেপি

স্বাভাবিক ভাবেই ভুয়ো এই খবর ঘিরে মুখ পুড়েছে বিজেপির। তাঁদের কর্মী মৃত্যুর দাবি ঘিরে উঠছে প্রশ্ন।
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

বাংলায় ভোট পরবর্তী হিংসা নিয়ে এখন সরগরম রাজনৈতিক মহল। আজই রাজ্যে এসেছে কেন্দ্রীয় টিম। অশান্তির নিরিখে সেই ভোটের সময় থেকেই আলোচনার কেন্দ্রে রয়েছে কোচবিহারের শীতলকুচি। তবে সেখানকার এক ভিডিও ভাইরাল করেই এবার মুখ পুড়ল বিজেপির।

বুধবার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে বিজেপি (BJP)। ৫ মিনিট ২৮ সেকেন্ডের ওই ভিডিওয় পশ্চিমবঙ্গে ভোট-পরবর্তী হিংসায় আক্রান্ত বিজেপি নেতা-সমর্থকদের কথা বলা হয়েছে। বিজেপি আগেই দাবি করেছিল, মোট ৯ জন হিংসার বলি হয়েছেন। এর মধ্যেই ছিল শীতলকুচির দু’জনের নাম। তাঁরা হলেন মিন্টু বর্ম‌ন ও মানিক মৈত্র। এই মানিক মৈত্রের ছবি হিসেবেই ব্যবহৃত হয়েছে অভ্র বন্দ্যোপাধ্যায়ের মুখ! যিনি থাকেন দিল্লিতে। প্রসঙ্গত, বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা পশ্চিমবঙ্গে এসে যে সাংবাদিক সম্মেলনে অংশ নিয়েছিলেন, সেখানেও এই ভিডিও চালানো হয়েছিল।

আরও পড়ুন: সংক্রমণের তৃতীয় ঢেউয়ের জন্য প্রস্তুতি নিন, অক্সিজেন মজুত করুন- কেন্দ্রকে সুপ্রিম নির্দেশ

গোটা ঘটনায় স্তম্ভিত অভ্র তাঁর টুইটারে তীব্র ভাষায় এই ধরনের ভুয়ো খবর ছড়ানোর জন্য বিজেপির আইটি সেলকে আক্রমণ করেছেন। তিনি লিখেছেন, ‘‘আমি অভ্র বন্দ্যোপাধ্যায়। শীতলকুচি থেকে ১,৩০০ কিমি দূরে সুস্থ অবস্থাতেই রয়েছি। যদিও বিজেপি আইটি সেলের দাবি, আমি নাকি মানিক মৈত্র এবং শীতকুচিতে আমার মৃত্যু হয়েছে! দয়া করে এই ধরনের ভুয়ো খবরে বিশ্বাস করবেন না। উদ্বিগ্ন হবেন না। আবারও বলছি আমি এখনও জীবিত রয়েছি।’’ অভ্র্রর অভিযোগের পরে অবশ্য পুরো ভিডিওটাই মুছে দিয়েছে বিজেপি।  তড়িঘড়ি ভুল স্বীকার করে বিবৃতিও দিয়েছে বিজেপি। দলের তরফে বলা হয়েছে, “ভিডিওতে অভ্র ব্যানার্জীর ছবিটি ভুলবশত ঢুকিয়ে ফেলা হয়েছিল।” এখনও পর্যন্ত মানিক মৈত্রর আসল ছবি প্রকাশ করতে পারেনি গেরুয়া শিবির।

স্বাভাবিক ভাবেই ভুয়ো এই খবর ঘিরে মুখ পুড়েছে বিজেপির। তাঁদের কর্মী মৃত্যুর দাবি ঘিরে উঠছে প্রশ্ন।

আরও পড়ুন: দিনহাটায় উদয়ন গুহকে মারধর, ভাঙল হাত, অভিযোগের তির বিজেপির দিকে

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest