WB election 2021: ভাঙড়ে আইএসএফ প্রার্থী আব্বাস সিদ্দিকির ভাই নওশাদ

রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, মূলত করিমুল আর নওশাদের মধ্যেই আটকে থাকবে ভোটযুদ্ধ।
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

দাদার হয়ে বাম এবং কংগ্রেসের সঙ্গে আসন রফায় সওয়াল করেছিলেন বারবার। জোট গড়ায় বড় ভূমিকাও নিয়েছিলেন। সেই ভাই নওশাদ সিদ্দিকিকেই এবার ভাঙড়ে প্রার্থী করলেন আইএসএফ প্রধান আব্বাস সিদ্দিকি।

এই কেন্দ্রে তাঁর বিপরীতে রয়েছেন তৃণমূলের প্রার্থী রেজাউল করিমুল। আর বিজেপি–র সৌমী হাতি। তবে রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, মূলত করিমুল আর নওশাদের মধ্যেই আটকে থাকবে ভোটযুদ্ধ। আব্বাস নিজেও হয়তো সেটা জানতেন, তাই প্রার্থী করলেন ভাইকে।

আরও পড়ুন: অনিদ্রা? বশীকরণ থেকে নেশাহরণ – স্পেশাল ‘দাওয়াই’ CPIM- এর

২০২০-র অগস্টে ভাঙড়েই আক্রান্ত হন আব্বাস। অভিযোগ ওঠে, তৃণমূল বিধায়ক শওকত মোল্লার নির্দেশেই আক্রান্ত হয়েছেন ফুরফুরা শরিফের পীরজাদা। সেই থেকেই আব্বাস ভাঙড়কে পাখির চোখ করে লড়াই শুরু করে। এ বার সেই ভাঙড়েই ভাই নওশাদকে দাঁড় করিয়েই তৃণমূলকে জবাব দিতে চান বলেই দাবি করছে আইএসএফ-এর একাংশ।

এ ছাড়াও আব্বাসের অভিযোগের মুখে পড়া শওকতের বিরুদ্ধেও প্রার্থী দিয়েছে আইএসএফ। ক্যানিং পূর্ব আসনে তাঁদের প্রার্থী গাজি শাহাবুদ্দিন সিরাজি। ফুরফুরা শরিফ যে কেন্দ্রে, সেই জাঙ্গিপাড়ায় আব্বাসের প্রার্থী শেখ মৈনুদ্দিন। মধ্যমগ্রামে প্রার্থী বিশ্বজিৎ মাইতি। দেগঙ্গায় প্রার্থী করিম আলি। মগরাহাট পশ্চিমে মইদুল ইসলাম মোল্লা ও হাড়োয়ায় ফিরোজ মোল্লা। এর আগে আরও ২১টি কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা করেছে আইএসএফ। দলীয় নেতৃত্ব জানিয়েছেন, আগামী কয়েক দিনের মধ্যে আরও কয়েকটি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করা হবে।

আরও পড়ুন: টিকিট না পেয়ে তৃণমূল থেকে পদ্মফুলে, তবু হাত খালি থাকল এঁদের…

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest