তৃণমূলের তোলা আপত্তির জেরে রাজ্যের সব পেট্রল পাম্প থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি সরানোর নির্দেশ দিল নির্বাচন কমিশন। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা গিয়েছে এমনটাই। ওই সংবাদ সংস্থাটির দাবি, রাজ্যের পেট্রল পাম্পগুলিতে মোদীর ওই ছবি আদর্শ আচরণবিধি ভঙ্গ করছে। ছবি সরাতে পেট্রল পাম্প ডিলারদের ৭২ ঘণ্টা সময় দেওয়া হয়েছে।
বুধবার ফিরহাদ হাকিমের নেতৃত্বে একটি তৃণমূল প্রতিনিধিদল দেখা করে নির্বাচন কমিশনের কর্তাদের সঙ্গে। অভিযোগ করা হয় যে আচরণবিধি চালু হওয়ার পরেও প্রধানমন্ত্রীর প্রচার করা হচ্ছে সরকারি টাকায়। ফিরহাদ বলেন যে বিজেপির স্টার প্রচারক প্রধানমন্ত্রী। সেখানে তাঁর ছবি ভ্যাকসিনের শংসাপত্রে থাকলে সেটা ভোটারদে প্রভাব করার চেষ্টার সমতুল্য। একই সঙ্গে পেট্রল পাম্প থেকে মোদীর ছবি সরানোর দাবি করেন তিনি। সেটা নির্বাচন কমিশন মেনেও নিয়েছে। বিজেপি যদিও দাবি করেছিল যে পেট্রল পাম্প তো সরকারি জমিতে নয়, ব্যক্তি বিশেষের জমিতে হয়। তাহলে সমস্যা কোথায়। তবে এই যুক্তি ধোপে টেকেনি।
আরও পড়ুন: WB election 2021: পাঁচতারার ব্যাঙ্কোয়েটে পদ্মশিবিরে যোগ দিলেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়
রাজ্যের শাসকদলের ওই পদক্ষেপকে ঘিরে দিনভর তৃণমূল এবং বিজেপি-র মধ্যে জারি ছিল রাজনৈতিক টানাপড়েন। দিনের শেষে অবশ্য মোদীর ছবি সরানোর নির্দেশ দিয়েছে কমিশন। নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে, প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার করে ওই সব বিজ্ঞাপন আদর্শ আচরণ বিধি বিরোধী। সে কারণেই সেগুলি সরিয়ে ফেলতে হবে। অনেকের মতে, প্রধানমন্ত্রী শুধু লোকসভা নয়, বিভিন্ন রাজ্যের বিধানসভা ভোটেও বিজেপি-র প্রচারের তারকা ‘মুখ’ও বটে। সেক্ষেত্রে কমিশনের এই নির্দেশ বিজেপি-র কাছে ‘ধাক্কা’ বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।
প্রসঙ্গত, করোনা টিকার শংসাপত্রে মোদীর ছবি ব্যবহার নিয়ে সোমবার আপত্তি তুলেছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন। এ নিয়ে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানানোর কথা ঘোষণা করে তিনি টুইট করেন, ‘ভোটের দিন ঘোষণা হয়ে গিয়েছে। তাও প্রধানমন্ত্রীর ছবি করোনা টিকার নথিতে নির্লজ্জের মতো প্রকাশিত হচ্ছে। নির্বাচন কমিশনের কাছে এই বিষয়টি তুলে ধরবে তৃণমূল’। তার ৪৮ ঘণ্টার মধ্যেই জোড়াফুল শিবিরের পদক্ষেপ এবং কমিশনের ছবি সরানোর নির্দেশ।
আরও পড়ুন: Bengal polls 2021: অমিতের ফোন পেয়ে দিল্লি চললেন শুভেন্দু,-দিলীপরা, সঙ্গে প্রার্থী তালিকা