শিলিগুড়িতে মিছিলের আগেই রান্নার গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে কেন্দ্রীয় সরকারকে তীব্র আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের মুখ্যমন্ত্রী রবিবার টুইটারে লেখেন, ‘নিয়মিত রান্নার গ্যাসের দাম বৃদ্ধি করে সাধারণ মানুষকে লুঠ করছে বিজেপি। সবচেয়ে বেশি সমস্যায় পড়ছেন বাড়ির মহিলারা। এরপরেও কেন্দ্রীয় সরকার কর ছাড় দিয়ে খরচের ভার লাঘব করার চেষ্টা করছে না। এই পরিস্থিতির প্রতিবাদে আমি রবিবার শিলিগুড়ির মিছিলে হাঁটবো। এখনই রান্নার গ্যাসের দাম কমাতে হবে’। শিলিগুড়ির কর্মসূচির নতুন হ্যাশট্যাগ দিয়েছেন মমতা, ‘#ইন্ডিয়া এগেনস্ট এলপিজি লুট।’
গত কয়েকদিনে চড়চড়িয়ে বেড়েছে জ্বালানি পণ্যের দাম। আম-জনতার হেঁশেল আগুন। রান্নার গ্যাসের দাম কপালে চিন্তার ভাঁজ ফেলছে। ভোটের মুখে এই মূল্যবৃদ্ধিকেই ইস্যু করে পথে নামছে তৃণমূল। পথে নামছেন খোদ তৃণমূল সুপ্রিমো। এদিন দার্জিলিং মোড় থেকে ভেনাস মোড় পর্যন্ত একটি মিছিল হবে।
আরও পড়ুন: দিলীপের ‘খাসতালুক’ সহ ৩টি ঘর ফাঁকা রেখে দিল বিজেপি, একাধিক নাম ঘিরে জল্পনা
পাহাড়-সমতলের কয়েক হাজার মানুষ পা মেলাবেন তাতে। থাকবেন মহিলারাও। নেতৃত্ব দেবেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর জনসভাও রয়েছে তাঁর। শনিবার বিকেলেই শিলিগুড়ি পৌঁছেছেন মমতা। সঙ্গে কাকলি ঘোষ দস্তিদার, চন্দ্রিমা ভট্টাচার্য, ওমপ্রকাশ মিশ্র। এবার বিধানসভা ভোটে শিলিগুড়ি থেকে লড়ছেন ওমপ্রকাশ। এদিন তাঁরই সমর্থনে ভোট প্রচারও করবেন মমতা। তার আগে টুইট করে সুর চড়ালেন তৃণমূল নেত্রী।
প্রার্থিতালিকা ঘোষণার পর প্রথম রবিবারে উত্তরবঙ্গে প্রথমবার সভা করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গে তিন আসন ‘পাহাড়ের বন্ধু’-দের জন্য ছেড়েছে তৃণমূল। সেখানে কারা প্রার্থী হচ্ছেন, তা এখনও স্পষ্ট নয়। সেই বিষয়ে রবিবার কোনও ঘোষণা করা হয় কি না, সেদিকে নজর থাকবে। এ ছাড়া উত্তরবঙ্গের বাকি আসনে লোকসভা ভোটের নিরিখে অনেকটাই এগিয়ে আছে বিজেপি। সেই উত্তরেই প্রার্থিতালিকা ঘোষণার পর প্রথমবারের জন্য হাজির হচ্ছেন তৃণমূল নেত্রী। শুরু করছেন বিধানসভা ভোটের প্রচার। উত্তরের মন পেতে তাঁর কৌশল কী হবে? নজর থাকবে সেই দিকেই।