WB Election: ত্রিশঙ্কু হলেও তৃণমূলকে সমর্থন দেবে না বামেরা, জানালেন সূর্যকান্ত

বুধবার একই প্রশ্নের উত্তরে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেছিলেন, ‘‘পলিটিক্স ইজ দি আর্ট অফ পসিবিলিটিজ।’’
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

বিধানসভা ভোটের ফল যাই হোক না কেন, কোনও অবস্থাতেই বিজেপি বা তৃণমূলকে সমর্থন করবে না বামেরা। বৃহস্পতিবার কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। গত বুধবার এক সাংবাদিক বৈঠকে কংগ্রেস নেতা অধীর চৌধুরী যদিও ভোটের পর তৃণমূল ও সংযুক্ত মোর্চার সরকারের সম্ভাবনা একেবারে উড়িয়ে দেননি। তিনি বলেছিলেন, ‘রাজনীতি সম্ভাবনার খেলা।’

বৃহস্পতিবার কলকাতা প্রেস ক্লাবে আয়োজিত ‘মিট দি প্রেস’ অনুষ্ঠানে তিনি বলেন, ‘‘আমরা বার বার বলেছি, ভোট পরবর্তী পরিস্থিতিতে বিজেপি বা তৃণমূল কেউই যদি সংখ্যাগরিষ্ঠতা না পায়, তবে ওই দুই দল মিলেই সরকার গড়তে পারে। তাই মানুষের কাছে আমাদের আহ্বান তৃণমূল, বিজেপি দু’দলই যাতে সংখ্যাগরিষ্ঠতা না পেতে পায়। কারণ, বিজেপি ও তৃণমূল একই মুদ্রার দুই পিঠ। এখন এমন প্রশ্ন, কতকটা কল্পনাপ্রসূত। কিন্তু যদি এমন পরিস্থিতি আসে তা হলে আমরা দু’পক্ষের থেকেই দূরত্ব বজায় রাখব।’’

আরও পড়ুন: বিজেপিতে যোগ দেওয়ার ‘পুরস্কার’! শিশির অধিকারীকে রাজ্যপাল করার ভাবনা মোদী সরকারের

তিনি আরও বলেন, ‘‘মুখ্যমন্ত্রী অনেক আগেই বলেছিলেন, তাঁর যুদ্ধ বিজেপি-র বিরুদ্ধে আরএসএসের বিরুদ্ধে নয়। তৃণমূলের জন্মলগ্নে বিজেপি ও আরএসএস-এর অবদানের কথা সবাই জানেন। আর বিজেপি পরিচালিত হয় নাগপুরে আরএসএস-এর সদর দফতরের নির্দেশে। তাই এই দুই শক্তিকে একজোট হয়ে ৫০ শতাংশ আসনও জিততে দেওয়া যাবে না। তাই আমাদের লক্ষ্য এই শক্তিদের পরাস্ত করা।’’

বুধবার একই প্রশ্নের উত্তরে কলকাতা প্রেস ক্লাবে আয়োজিত মিট দি প্রেস অনুষ্ঠানে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেছিলেন, ‘‘পলিটিক্স ইজ দি আর্ট অফ পসিবিলিটিজ।’’ সঙ্গে তাঁর বক্তব্য ছিল, ‘‘এমনও হতে পারে সংযুক্ত মোর্চা যখন নবান্ন দখল করতে যাচ্ছে তখন মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বাঁচার জন্য সংযুক্ত মোর্চার সঙ্গী হল। বা সংযুক্ত মোর্চার কাছে আবেদন জানাল।’’ তার পরেই প্রশ্ন উঠতে শুরু করেছিল, তা হলে কি ভোট পরবর্তী পরিস্থিতিতে বিজেপি-কে রুখতে সংযুক্ত মোর্চা ও তৃণমূলের মধ্যে সমঝোতা হতে পারে? দলের অবস্থান স্পষ্ট করে সূর্যকান্ত কিন্তু অধীরের মন্তব্যে সায় দেননি। বরং তাঁদের লড়াই যে বিজেপি-তৃণমূল দু’পক্ষের বিরুদ্ধেই, তা স্পষ্ট করে দিয়েছেন।

আরও পড়ুন: ‘শখের’ প্রার্থীর সম্পত্তির পরিমাণ ৬৫০ কোটি! তোলপাড় বঙ্গ রাজনীতি

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest