শালবনিতে সুশান্ত, রানিবাঁধে দেবলীনা, ঝাড়গ্রামে মধুজা…প্রথম ২ দফার ৩৮ আসনে প্রার্থী ঘোষণা বামেদের

শুধুমাত্র বাম প্রার্থীদের নাম ঘোষণা করেই লড়াইয়ের ময়দানে নেমে পড়ল সংযুক্ত মোর্চা। কংগ্রেস ও আইএসএফের তরফে পৃথকভাবে প্রার্থী ঘোষণা করা হবে।
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

একুশের নির্বাচনে (West Bengal Assembly Election 2021) সংযুক্ত মোর্চার তথা বামফ্রন্ট কংগ্রেস-ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জোটের বাম প্রার্থীদের নাম ঘোষণা করলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। এদিন আংশিক প্রার্থী তালিকা প্রকাশ করেন বামেরা। আলিমুদ্দিন স্ট্রিটে বামফ্রন্টের নেতৃত্বের পাশাপাশি ছিলেন কংগ্রেস ও আইএসএফ নেতৃত্বও। আপাতত প্রথম দু’দফায় শুধুমাত্র বাম প্রার্থীদের নাম ঘোষণা করেই লড়াইয়ের ময়দানে নেমে পড়ল সংযুক্ত মোর্চা। কংগ্রেস ও আইএসএফের তরফে পৃথকভাবে প্রার্থী ঘোষণা করা হবে।

এদিনের প্রার্থীতালিকায় রয়েছেন ৪ জন হেভিওয়েট। শালবনি থেকে প্রার্থী হচ্ছেন সুশান্ত ঘোষ। ঝাড়গ্রাম থেকে ডিওয়াএফআই নেত্রী মধুজা সেন রায়। এছাড়া ভোটে লড়ছেন পুলিনবিহারী বাস্কে ও দেবলীনা হেমব্রম। নারায়ণগড় থেকে ভোটে লড়ছেন না সিপিআইএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। এক নজরে দেখে নিন বামেদের প্রার্থীতালিকা।

দক্ষিণ ২৪ পরগনা 

  • গোসাবা – অনীলচন্দ্র মণ্ডল (আরএসপি)
  • পাথরপ্রতিমা – কংগ্রেস
  • কাকদ্বীপ – কংগ্রেস
  • সাগর – শেখ মুকুলেশ্বর রহমান (সিপিএম)

পূর্ব মেদিনীপুর 

  • তমলুক – গৌতম পণ্ডা (সিপিএম)
  • পাঁশকুড়া পূর্ব – শেখ ইব্রাহিম আলি (সিপিএম)
  • পাঁশকুড়া পশ্চিম – চিত্তদাস ঠাকুর (সিপিএম)
  • ময়না – কংগ্রেস
  • নন্দকুমার – করুণাশংকর ভৌমিক (সিপিএম)
  • মহিষাদল – আইএসএফ
  • হলদিয়া – মণিকা কর ভৌমিক (সিপিএম)
  • নন্দীগ্রাম – সিদ্ধান্ত হয়নি
  • চণ্ডীপুর – আশিস গুছাইত (সিপিএম)
  • পটাশপুর – সৈকত গিরি (সিপিআই)
  • কাঁথি উত্তর – সুতনু মাইতি (সিপিএম)
  • কাঁথি দক্ষিণ – অনুরূপ পণ্ডা (সিপিআই)
  • ভগবানপুর – কংগ্রেস
  • খেজুরি – হিমাংশু দাস (সিপিএম)
  • রামনগর – সব্যসাচী জানা (সিপিএম)
  • এগরা – সিদ্ধান্ত হয়নি

আরও পড়ুন: সাইড লাইনে পুরানোরা! ৩ মাস আগে দলে আসা শুভেন্দুই বিজেপির মুখ্যমন্ত্রীর মুখ

পশ্চিম মেদিনীপুর 

  • দাঁতন – শিশির পাত্র (সিপিআই)
  • কেশিয়াড়ি – পুলিনবিহারী বাস্কে (সিপিএম)
  • খড়গপুর সদর – কংগ্রেস
  • নারায়ণগড় – তাপস সিনহা (সিপিএম)
  • সবং – কংগ্রেস
  • পিংলা – সিদ্ধান্ত হয়নি
  • খড়গপুর গ্রামীণ – শেখ সাদ্দাম আলি (সিপিএম)
  • ডেবরা – প্রাণকৃষ্ণ মণ্ডল (সিপিএম)
  • দাসপুর – সিদ্ধান্ত হয়নি
  • ঘাটাল – কমল দলুই (সিপিএম)
  • চন্দ্রকোণা – আইএসএফ
  • গড়বেতা – তপন ঘোষ (সিপিএম)
  • শালবনি – সুশান্ত ঘোষ (সিপিএম)
  • কেশপুর – রামেশ্বর দলুই (সিপিএম)
  • মেদিনীপুর – তরুণ কুমার ঘোষ (সিপিআই)

ঝাড়গ্রাম

  • নয়াগ্রাম – হরিপদ সোরেন (সিপিএম)
  • গোপীবল্লভপুর – প্রশান্ত দাস (সিপিএম)
  • ঝাড়গ্রাম – মধুজা সেন রায় (সিপিএম)
  • বিনপুর – দিবাকর হাঁসদা (সিপিএম)
  • পুরুলিয়া
  • বান্দোয়ান – সুশান্ত বেসরা (সিপিএম)
  • বলরামপুর – কংগ্রেস
  • বাঘমুন্ডি – কংগ্রেস
  • জয়পুর – ধীরেন মাহাতো (ফব)
  • পুরুলিয়া – কংগ্রেস
  • মানবাজার – যামিনীকান্ত মান্ডি (সিপিএম)
  • কাশীপুর – সিদ্ধান্ত হয়নি
  • পাড়া – স্বপন বাউড়ি (সিপিএম)
  • রঘুনাথপুর – আইএসএফ

বাঁকুড়া

  • শালতোড়া – আইএসএফ
  • ছাতনা – ফাল্গুনী মুখোপাধ্যায় (আরএসপি)
  • রানিবাঁধ – দেবলীনা হেমব্রম (সিপিএম)
  • রাইপুর – আইএসএফ
  • তালডাংরা – মনোরঞ্জন পাত্র (সিপিএম)
  • বাঁকুড়া – কংগ্রেস
  • বড়জোড়া – সুজিত চক্রবর্তী (সিপিএম)
  • ওন্দা – তারাপদ চক্রবর্তী (ফব)
  • বিষ্ণুপুর – কংগ্রেস
  • কোতুলপুর – কংগ্রেস
  • ইন্দাস – নয়ন শীল (সিপিএম)
  • সোনামুখী – অজিত রায় (সিপিএম)

আরও পড়ুন: নন্দীগ্রামে প্রার্থী মমতাই, ‘খেলেঙ্গে, লড়েঙ্গে, জিতেঙ্গে’, তালিকা প্রকাশ করে স্লোগান তৃণমূল নেত্রীর

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest