WB election 2021: দু’দশক পর ভোটের ময়দানে ‘রায় বাবু’, টিকিট পেলেন রাহুল-শমীক-রুদ্র-পার্নো, দেখুন বিজেপির তালিকা…

শ্রাবন্তী টিকিট পান নি। দিল্লিতে কেন্দ্রীয় নির্বাচনী কমিটির বৈঠকে এই নামগুলিকে চূড়ান্ত করা হয়। 
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

দীর্ঘ কুড়ি বছর। অবশেষে ‘আসল পরিবর্তনের’ জন্য ভোটে দাঁড়াচ্ছেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি তথা একসময় তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড মুকুল রায়। তাঁকে কৃষ্ণনগর উত্তর আসনে বিজেপি প্রার্থী করা হল। বস্তুত সাংগঠনিক নেতা হিসেবে বরাবর সমাদর পেয়ে এসেছেন মুকুল রায়। হয়েছেন রাজ্যসভার সাংসদ, সেই সূত্রে কেন্দ্রীয় রেল বা জাহাজ মন্ত্রকের মন্ত্রীও। কিন্তু ২০০১ সালের আর ভোটে দাঁড়াননি মুকুল। অবশেষে এবার তাঁকে আবার ভোটের ময়দানে নামাল গেরুয়া শিবির।

অনেক আলাপ আলোচনার শেষে অবশিষ্ট ১৪৮ আসনের জন্য প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি। নাম আছে জগন্নাথ সরকার-সহ রাজ্য বিজেপি নেতা শমীক ভট্টাচার্য, রাহুল সিনহার। সেলেব ছটাতেও পিছিয়ে নেই বিজেপি। আছে পার্ণো থেকে রুদ্রনীল। তবে শ্রাবন্তী টিকিট পান নি। দিল্লিতে কেন্দ্রীয় নির্বাচনী কমিটির বৈঠকে এই নামগুলিকে চূড়ান্ত করা হয়।

বিজেপির পরবর্তী প্রার্থীদের নাম ঘোষণা হচ্ছে। দেখুন কারা থাকছেন তালিকায়…

পঞ্চম দফা

ধূপগুড়ি- বিষ্ণুপদ রায়

ময়নাগুড়ি- কৌশিক রায়

জলপাইগুড়ি- সুজিত সিনহা (আইনজীবী)

রায়গঞ্জ- সুপেন রায়

মাল- মহেশ বাগে

নাগরাকাটা- পুনা ভেঙ্গরা

ডাবগ্রাম-ফুলবাড়ি- শিখা চট্টোপাধ্যায়

মাটিগাড়া নকশালবাড়ি- আনন্দময় বর্মণ

শিলিগুড়ি- শঙ্কর ঘোষ

ফাঁসিদেওয়া- দুর্গা মুর্মু

শান্তিপুর- জগন্নাথ সরকার

রানাঘাট উত্তর পশ্চিম- পার্থ সারথী চট্টোপাধ্যায়

কৃষ্ণগঞ্জ- আশীষ কুমার বিশ্বাস

রানাঘাট উত্তর পূর্ব- অসীম বিশ্বাস

রানাঘাট দক্ষিণ- মুকুটমণি অধিকারী

চাকদহ- বঙ্কিমচন্দ্র ঘোষ

কল্যাণী- অম্বিকা রায়

হরিণঘাটা- অসীম সরকার

পানিহাটি- সন্ময় ভট্টাচার্য

কামারহাটি- রাজু বন্দ্যোপাধ্যায়

বরানগর – পার্ণো মিত্র (অভিনেত্রী)

দমদম- বিমল শঙ্কর নন্দ

রাজারহাট নিউটাউন- ভাস্কর রায়

বিধাননগর- সব্যসাচী দত্ত

রাজারহাট-গোপালপুর- শমীক ভট্টাচার্য

মধ্যমগ্রাম- রাজশ্রী রাজবংশী

বারাসত- শঙ্কর চট্টোপাধ্যায়

দেগঙ্গা- দীপিকা চট্টোপাধ্যায়

হাড়োয়া- রাজেন্দ্র সাহা

মিনাঁখা- জয়ন্ত মণ্ডল

সন্দেশখালি- ভাস্কর সর্দার

বসিরহাট দক্ষিণ- তারকনাথ ঘোষ

বসিরহাট উত্তর- নারায়ণ মণ্ডল

হিঙ্গলঘোষ- নিমাই দাস

খণ্ডঘোষ- বিজন ভট্টাচার্য

বর্ধমান দক্ষিণ- সন্দীপ নন্দী়

রায়না- মানিক রায়

জামালপুর- বলরাম ব্যাপারি

মন্তেশ্বর- সৈকত পাঁজা

কালনা- বিশ্বজিৎ কুণ্ডু

মেমারি- ভীষ্মদেব ভট্টাচার্য

বর্ধমান উত্তর- রাধাকান্ত রায়

আরও পড়ুন: রক্তাক্ত নন্দীগ্রাম: শুভেন্দুর সভা ঘিরে তুমুল অশান্তি, ‘গো-ব্যাক’ স্লোগান, চাপ বাড়ছে ‘ঘরের ছেলে’র

ষষ্ঠ দফা

চোপড়া- মহম্মদ শাহিন আখতার

ইসলামপুর- সৌম্যরূপ মণ্ডল

গোলপোখর- গুলাম সরওয়ার

চাকুলিয়া- শচীন প্রসাদ

হেমতাবাদ- চন্দ্রিমা রায়

কালিয়াগঞ্জ- সৌমেন রায়

রায়গঞ্জ- কৃষ্ণ কল্যাণী

করিমপুর- সমরেন্দ্র নাথ ঘোষ

তেহট্ট- আশুতোষ পাল

পলাশিপাড়া- বিভাষ চন্দ্র মণ্ডল

কালিয়াগঞ্জ- অভিজিৎ ঘোষ

নাকাশিপাড়া- শান্তনু দেব

চাপড়া- কল্যাণ কুমার নন্দী

কৃষ্ণনগর উত্তর- মুকুল রায়

নবদ্বীপ- সিদ্ধার্থ নস্কর

কৃষ্ণনগর দক্ষিণ- মহাদেব সরকার

বনগাঁ দক্ষিণ- স্বপন মজুমদার

স্বরূপনগর- বৃন্দাবন সরকার

বাদুরিয়া- সুকল্যাণ বৈদ্য

হাবরা- রাহুল সিনহা

অশোকনগর- তনুজা চক্রবর্তী

আমডাঙা- জয়দেব মান্না

বীজপুর- শুভ্রাংশু রায়

নৈহাটি- ফাল্গুনী পাত্র

ভাটপাড়া- পবন সিং

জগদ্দল- অরিন্দম ভট্টাচার্য

নোয়াপাড়া- সুনীল সিং

ব্যারাকপুর- চন্দ্রমণি শুক্ল

খড়দহ- শীলভদ্র দত্ত

দমদম উত্তর- অর্চনা মজুমদার

ভাতার- মহেন্দ্র কোনার

পূর্বস্থলী দক্ষিণ- রাজীব কুমার ভৌমিক

পূর্বস্থলী উত্তর- গোবর্ধন দাস

কাটোয়া- শ্যামা মজুমদার

কেতুগ্রাম- মথুরা ঘোষ

মঙ্গলকোট- রানাপ্রতাপ গোস্বামী

আউসগ্রাম- কলিতা মাজি

গলসি- তপন বাগড়ি

সপ্তম দফা

কুশমুণ্ডি- রঞ্জিত কুমার রায়

কুমারগঞ্জ- মানস সরকার

তপন- বুধুরাই টুডু

গঙ্গারামপুর- সত্যেন্দ্রনাথ রায়

হরিরামপুর- নীলাঞ্জন রায়

হবিবপুর- জোয়েল মুর্মু

গাজোল- চিন্ময় দেব বর্মণ

চাঁচল- দীপঙ্কর রাম

হরিশচন্দ্রপুর- মহম্মদ মতিউর রহমান

মালতিপুর- মৌসুমী দাস

রতুয়া- অভিষেক সিংঙ্ঘানিয়া

ফারাক্কা- হেমন্ত ঘোষ

সামশেরগঞ্জ- মিলন ঘোষ

সুতি- কৌশিক দাস

জঙ্গিপুর- সুজিত দাস

রঘুনাথগঞ্জ- গোলাম মোদারশা

সাগরদিঘি- মাফুজা খাতুন

লালগোলা- কল্পনা ঘোষ

কলকাতা পোর্ট – অবোধ গুপ্ত

ভবানীপুর – রুদ্রনীল ঘোষ

পাণ্ডবেশ্বর- জিতেন্দ্র তিওয়ারি

আসানসোল দক্ষিণ- অগ্নিমিত্রা পাল

চৌরঙ্গি- শিখা মিত্র চৌধুরী

বেলেঘাটা- কাশীনাথ বিশ্বাস

মানিকতলা- কল্যাণ চৌবে

আরও পড়ুন: কাগজ চালাতে ১৬ কোটি টাকা দিয়েছিলেন সুদীপ্ত সেন! ফের ইডির তলব আহমেদ হাসান ইমরানকে

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest