Site icon The News Nest

দ্বিতীয়বার করোনা আক্রান্ত বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল

agnimtra

ফের করোনা আক্রান্ত হলেন আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রের নবনির্বাচিত বিধায়ক তথা বিজেপি (BJP) মহিলা মোর্চার রাজ্য সভাপতি অগ্নিমিত্রা পল। এর আগে গত বছর সেপ্টেম্বরেও কোভিড পজিটিভ হন তিনি। কলকাতায় নিজের বাড়িতেই আইসোলেশনে রয়েছেন তিনি। বিধানসভা নির্বাচনে তৃণমূলের তারকা প্রার্থী অভিনেত্রী সায়নী ঘোষকে হারিয়ে সদ্যই বিধায়ক হয়েছেন অগ্নিমিত্রা।

করোনা আক্রান্ত হওয়ার পর তিনি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বার্তা দেন আসানসোলবাসী ও দলীয় কর্মীদের উদ্দেশে। ভিডিয়ো বার্তায় তিনি বলেন, আসানসোলের মানুষ যাঁরা আমার পাশে ছিলেন এবং যাঁরা ছিলেন না, সকলের জন্যই অনেক কাজ করা বাকি।

আরও পড়ুন : Journalist Arrested: ‘কোভিডে গোবর, গো-মূত্র কাজ করে না’ বলা সাংবাদিককে গ্রেফতার করল মণিপুরের বিজেপি সরকার

শীঘ্রই সুস্থ হয়ে আসানসোলে ফিরবেন বলেও ভিডিওতে আশ্বাস দেন তিনি। এর পাশাপাশি আসানসোলবাসীকে সতর্কও থাকতেও বলেন নবনির্বাচিত বিধায়ক। ডবল মাস্ক, স্যানিটাইজার ব্যবহার ও শারীরিক দূরত্ব বজায় রাখতে বলেন সবাইকে।

অগ্নিমিত্রার আশ্বাস, আসানসোল (দক্ষিণ) কেন্দ্রের বিধায়িকা হিসাবে বলব, যে কোনও অসুবিধায় তা সে চাল-ডাল বা বেড-অক্সিজেন, যা-ই হোক না কেন, আমরা আপনাদের পাশে রয়েছি। দলীয় কর্মীদের বলেন, এই কঠিন সময়ে ত্রাণের কাজে যেন সবাই ঝাঁপিয়ে পড়েন। কোভিড রোগীদের অক্সিজেন কিংবা চিকিৎসা সংক্রান্ত সমস্যায় পড়লে দলীয় কর্মীরা যাতে তাঁর সঙ্গে অবিলম্বে যোগাযোগ করেন, সেই কথাও বলেন তিনি। প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হতেও নিষেধ করেন বিজেপি বিধায়ক।

অগ্নিমিত্রা আসানসোবাসীর উদ্দেশে আরও বলেন, কোভিডে আক্রান্ত হয়ে ঘরবন্দি হলেও আগামী ৭-১০ দিনের মধ্যে সুস্থ হয়ে উঠব। তাঁর কথায়, করোনার সংক্রমণে আমরা সকলেই জর্জরিত। এ সময় খুব সতর্ক হয়ে বাঁচতে হবে। ডাক্তারবাবুরা যেমনভাবে থাকতে বলছেন, সেই মতো থাকবে হবে সকলকে।
দূরত্ববিধি বজায় রাখতে হবে, মাস্ক পরতে হবে। টানা ৪৫ দিন ভোটের প্রচার করেন অগ্নিমিত্রা। ২ মে ভোটের ফল বের হওয়ার পর ভোট পরবর্তী হিংসায় দেখতে তিনি একাধিক এলাকায় গিয়েছিলেন। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, সেই সময়ই তিনি করোনায় সংক্রমিত হন।

আরও পড়ুন :  সাবধান! টিকা পেতে CoWin ভেবে এই অ্যাপগুলি একেবারেই খুলবেন না

Exit mobile version