সকাল থেকে ব্যস্ততা কাটোয়ার কৃষক পরিবারে! বিখ্যাত বেগুনি- সর্ষে ফুলের বড়া, আজ নাড্ডার পাতে আর কী?

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

জঙ্গলমহলে গিয়ে আদিবাসী পরিবারের সঙ্গে মধ্যাহ্নভোজ করেছেন অমিত শাহ। বাগুইআটি-তে মতুয়া পরিবারের বাড়িতে দুপুরের খাবার খেয়েছেন। তাই নিয়ে লাগাতার আক্রমণ এসেছে বিরোধী শিবির থেকে। ‘ফাইভ স্টার বন্দোবস্ত’ কটাক্ষে জর্জরিত বিজেপি শিবির।এবার পূর্ব বর্ধমানে কৃষকের ঘরে খাবেন বিজেপির কেন্দ্রীয় নেতা জেপি নাড্ডা।

শনিবার পূর্ব বর্ধমানে একগুচ্ছ কর্মসূচি রয়েছে বিজেপির সর্বভারতীয় সভাপতির। কর্মসূচির ফাঁকেই, কাটোয়ার জগদানন্দপুরে মথুরা মন্ডল নামে এক কৃষকের বাড়িতে দুপুরে খাবেন জেপি নাড্ডা। নিজে হাতে রান্না করবেন কৃষকের স্ত্রী।

জানা গিয়েছে, খাবেরের তালিকায় থাকছে ভাত, আলুভাজা, সবজি দিয়ে ডাল, শাক, বেগুন ভাজা, পটল ভাজা, ফুলকপির তরকারি, সর্ষে ফুলের বড়া, কাটোয়ার স্পেশাল বেগুনি, চাটনি, পায়েস, রুটি, মিষ্টি। অতিথির আগমন ঘিরে সাজ সাজ রব মুস্থূলি গ্রাম। রঙ করা হয়েছে মথুরাবাবুর বাড়ি। দেওয়া হয়েছে আলপনা। ফুল দিয়ে সাজানো হয়েছে বাড়ি। এলাকায় রয়েছে কড়া নিরাপত্তা।

আরও পড়ুন: রাজভবনে ঘণ্টাখানেক মুখ্যমন্ত্রী মমতা, প্রথম টুইট মুছে ফের টুইট করলেন রাজ্যপাল

এদিন মথুরাবাবু জানান, পানীয় জলের সমস্যা রয়েছে। সে কথা জানানো হবে বিজেপি সভাপতিকে। এর আগে বোলপুরে যে বাউলের বাড়িতে হাজির হয়েছিলেন অমিত শাহ, তিনি দুঃখ করে বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথাই হয়নি। এবার জে পি নাড্ডাকে অ্যাপ্যায়ণকারী কৃষকের স্ত্রীর আশা বিজেপির সর্বভারতীয় সভাপতির সঙ্গে তাঁর কথা হবে।

কৃষক আন্দোলনে উত্তপ্ত উত্তর-ভারত। প্রচণ্ড ঠাণ্ডায়, খোলা আকাশের নিচে, ৪৪ দিন ধরে আন্দোলনে সামিল কৃষকরা। অষ্টম বৈঠকেও যেখানে কেন্দ্র জট কাটাতে ব্যর্থ, তখন, বঙ্গে কৃষক সুরক্ষা কর্মসূচির সূচনা করতে আসছেন জেপি নাড্ডা। এই নিয়ে বিজেপিকে আক্রমণ করতে ছাড়েনি তৃণমূল।

আরও পড়ুন: লাগাতার ব্যর্থ কৃষক- কেন্দ্র বৈঠক, তারই মধ্যে শখের ‘মুষ্টিভিক্ষা’ করতে আজ বর্ধমানে নাড্ডা

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest