WB election 2021: BJP-র প্রথম প্রার্থীতালিকায় একাধিক চমক, নন্দীগ্রামে মমতার বিরুদ্ধে শুভেন্দুই

সন্ধে সাড়ে ৬ টা নাগাদ এই প্রার্থী তালিকা বিজেপি দিল্লির সদর দফতর থেকে প্রকাশ করা হয় তালিকা।
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

বিধানসভা নির্বাচন ঘোষণার ৮ দিন পরে প্রথম ২ দফার প্রার্থীতালিকা প্রকাশ করল বিজেপি। ৬০টি আসনের মধ্যে মোট ৫৭টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে তারা। তার মধ্যে রয়েছে একাধিক চমক। ৫৭টি আসনের মধ্যে একটি আসন শরিক দল আজসুকে ছেড়েছে বিজেপি।

প্রথম দফায় পুরুলিয়ার ৯ টি, পশ্চিম মেদিনীপুরের ৬ টি, বাঁকুড়ার ৪ টি, পূর্ব মেদিনীপুরের ৭ এবং ঝাড়গ্রামের ৪ টি আসনে ভোটগ্রহণ হতে চলেছে। দ্বিতীয় দফায় বাঁকুড়ার ৬, পূর্ব মেদিনীপুরের ৯, পশ্চিম মেদিনীপুরের ৯ ও দক্ষিণ ২৪ পরগনার ৪ আসনে ভোট হবে।

নির্বাচনের প্রথম দফায় গেরুয়া জার্সিতে লড়বেন যারা

বাঁকুড়া জেলা 
শালতোড়া: চন্দনা বাউরি
ছাতনা: সত্যনারায়ণ মুখোপাধ্যায়
রানিবাঁধ: ক্ষুদিরাম টুডু
রাইপুর: সুধাংশু হাঁসদা

পূর্ব মেদিনীপুর জেলা 
পটাশপুর- অম্বুজাক্ষ মহান্তি
কাঁথি উত্তর- সুনীতা সিং
ভগবানপুর- রবীন্দ্রনাথ মাইতি
খেজুরি- শান্তনু প্রামাণিক
কাঁথি দক্ষিণ- অরূপ কুমার দাস
এগরা- অরূপ দাস
রামনগর- স্বদেশ নায়ক

পশ্চিম মেদিনীপুর
দাঁতন- শক্তিপদ নায়েক
কেশিয়ারি- সোনালি মুর্মু
খড়্গপুর- তপন ভুইঞা
গড়বেতা- মদন রুই দাস
শালবনি- রাজীব কুণ্ডু
মেদিনীপুর- শমিত দাস

ঝাড়গ্রাম
নয়াগ্রাম- বকুল মুর্মু
গোপীবল্লভপুর- সঞ্জিত মাহাতো
ঝাড়গ্রাম- সুখময় সতপতি
বিনপুর- পালান সোরেন

পুরুলিয়া 
বান্দোয়ান- পার্সি মুর্মু
বলরামপুর- বানেশ্বর মাহাতো
বাগমুণ্ডি- (আজসু)
জয়পুর- নরহরি মাহাতো
পুরুলিয়া- সুদীপ মুখোপাধ্যায়
মানবাজার- গৌরি সিং সর্দার
কাশীপুর-
পারা- নদিয়াচাঁদ বারুই
রঘুনাথপুর- বিবেকানন্দ বাউরি

আরও পড়ুন: সায়নী,রাজ,মনোজ,সায়ন্তিকা,কৌশানি-সহ একঝাঁক তারকা প্রার্থী তৃণমূলের, দেখুন তালিকা

দ্বিতীয় দফায় বিজেপির হয়ে ভাগ্য পরীক্ষায় নামছেন যারা

বাঁকুড়া 
তালড্যাংরা: শ্যামল কুমার সরকার
বাঁকুড়া: নীলাদ্রী শেখর ডানা
ওন্দা- অমর শখা
বিষ্ণুপুর- তন্ময় ঘোষ
কোতুলপুর- হাড়কলি পতিহার
ইন্দাস- নির্মল ধারা
সোনামুখী- দিবাকর ঘড়াই

পূর্ব মেদিনীপুর
তমলুক-হরেকৃষ্ণ বেরা
পাঁশকুড়া পূর্ব- দেবব্রত পট্টনায়েক
পাঁশকুড়া পশ্চিম- সিন্টু সেনাপতি
ময়না- অশোক দিন্ডা
নন্দকুমার- নীলাঞ্জন অধিকারী
মহিষাদল- বিশ্বনাথ ব্যানার্জি
হলদিয়া-তাপসী মণ্ডল
নন্দীগ্রাম- শুভেন্দু অধিকারী
চণ্ডীপুর- পুলককান্তি গুড়িয়া

পশ্চিম মেদিনীপুর 
খড়্গপুর সদর- তপন ভুঁইয়া
নারায়ণগড়- রামপ্রসাদ গিরি
সবং- অমূল্য মাইতি
পিংলা- অন্তরা ভট্টাচার্য
ডেবরা-ভারতী ঘোষ
দাসপুর- প্রশান্ত বেরা
ঘাটাল- শীতল কাপাত
চন্দ্রকোনা- শিবরাম দাশ
কেশপুর- প্রিতিশ রঞ্জন কুয়ার

দক্ষিণ ২৪ পরগনা 
গোসাবা- চিত্রা প্রামাণিক
পাথরপ্রতিমা-অসিত হালদার
কাকদ্বীপ- দিপঙ্কর জানা
সাগর-বিকাশ কামিলা

আরও পড়ুন: তৃণমূলের টিকিট না পেয়ে বিজেপিতে যোগ, ‘দাবি’ জটু লাহিড়ির

 

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest