‘‌তিনবার তিন ধর্মে বিয়ে করেছেন’‌, নোবেলজয়ী অমর্ত্য সেনকে ব্যক্তিগত আক্রমণ দিলীপের

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

দিলীপ আছেন দীলিপেই। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে নোবেলজয়ী অর্থনীতিবিদকে ফের নিজের স্টাইলে আক্রমণ করলেন দিলীপ। নাম না করে অমর্ত্য সেন সম্পর্কে বিজেপি রাজ্য সভাপতির বক্তব্য, দেশের মানুষের দুঃখ–কষ্টে যিনি নেই তাঁর কাছ থেকে কোনও নীতি কথা নয়। এই মন্তব্যের সঙ্গে সঙ্গে তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।

সোমবার বস্টন থেকে এক সাক্ষাৎকারে অমর্ত্য বলেন, ‘এটা খুবই চিন্তার বিষয়। একে মানুষের স্বাধীনতায় হস্তক্ষেপ বলে মনে হচ্ছে। জীবন যাপনের অধিকার তো মৌলিক অধিকার হিসেব স্বীকৃত। কিন্তু এই আইনের ফলে মানবাধিকার লঙ্খন করা হচ্ছে। কারণ যে কোনও মানুষই নিজের ধর্ম বদলে অন্য ধর্মগ্রহণ করতে পারেন। সেটা সংবিধান স্বীকৃত। তাই এই আইন অসাংবিধানিক।’

আরও পড়ুন: ‘বাংলাদেশ সীমান্ত দিয়ে অস্ত্র আমদানি করছে BJP, মাস্টারমাইন্ড দিলীপ ঘোষ’ বললেন জ্যোতিপ্রিয়

এই প্রসঙ্গে পাল্টা দিলীপ ঘোষের কটাক্ষ, ‘আমি ওঁর ব্যক্তিগত জীবন নিয়ে মন্তব্য করতে চাই না। তিনটি ভিন্নধর্মে তিনবার বিয়ে করেছেন উনি। তাই ওঁর এই বিষয়ে মন্তব্য করা মানায় না। যিনি দেশ ছেড়ে পালিয়েছেন, আমফানে দুর্গতদের পাশে দাঁড়ান না, অতিমারি পরিস্থিতিতে ওঁকে দেখা যায় না, সেই ব্যক্তির নীতি কথা আমরা শুনতে চাই না। যাঁরাই ওঁদের কথা শুনেছেন, ডুবেছেন। আমরা ডুবতে চাই না।’

মঙ্গলবার দিলীপ ঘোষ বলেন, ‘‌অমর্ত্য সেন বলেছেন, লাভ জিহাদের মধ্যে জিহাদ থাকতে পারে না। ধর্মান্তরকরণ বিরোধী যে আইন বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে আছে, তা অসাংবিধানিক। উনি তো তিনবার তিন ধর্মে বিয়ে করেছেন। তাঁর তো কথা বলার নৈতিক অধিকার নেই। যিনি দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন, দেশের মানুষের দুঃখ–কষ্টে নেই, তাঁদের নীতি কথা শুনতে আমরা প্রস্তুত নই।’‌

আরও পড়ুন: মেলবোর্নে ইতিহাস! তারকাদের ছাড়াই অস্ট্রেলিয়া বধ, আট উইকেটে জিতল রাহানের ভারত

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest