ভোটের আগে পশ্চিমবঙ্গে ৫টি রথযাত্রার পরিকল্পনা বিজেপির, শেষে মেগা সমাবেশ

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

একুশের নির্বাচনের (West Bengal Assembly Elections 2021) আগে নিজেদের পুরনো এবং পরীক্ষিত রথযাত্রার রাজনীতিতে ফিরছে বিজেপি। সূত্রের খবর, বঙ্গের নির্বাচনের আগে রাজ্যজুড়ে ৫টি পরিবর্তন রথযাত্রা বের করবে গেরুয়া শিবির। উদ্দেশ্য, রাজ্যের সবকটি বিধানসভা আসনেই পরিবর্তনের বার্তা পৌঁছে দেওয়া। এই রথযাত্রাগুলি এমনভাবে পরিকল্পনা করা হচ্ছে, যাতে ২৯৪টি বিধানসভা আসনই স্পর্শ করা যায়। এতে রাজ্য এবং কেন্দ্রীয় স্তরের নেতারা অংশ নেবেন বলে বিজেপি (BJP) সূত্রের খবর।

গত শুক্রবার দিল্লিতে অমিত শাহের বাসভবনে গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন দিল্লি ও পশ্চিমবঙ্গের বিজেপি নেতারা। রাজ্যের তরফে বৈঠকে ছিলেন দিলীপ ঘোষ, মুকুল রায়। সেখানেই রথযাত্রা আয়োজনের সিদ্ধান্তে শিলমোহর পড়েছে বলে জানা গিয়েছে।

বিজেপি সূত্রের খবর, মোট ৫টি রথযাত্রা আয়োজনের পরিকল্পনা করেছে তারা। ইতিমধ্যে ভোটের আগে সংগঠনকে চাঙ্গা করতে রাজ্যকে ৫টি জোনে ভাগ করে ৫ জন কেন্দ্রীয় পর্যবেক্ষক নিয়োগ করেছে বিজেপি নেতৃত্ব। সেই ৫টি জোনে হবে এক একটি রথযাত্রা। জোনের প্রতিটি বিধানসভা কেন্দ্র স্পর্শ করে যাবে রথযাত্রাগুলি। তাতে থাকবেন কেন্দ্র – রাজ্য ও স্থানীয় নেতারা।

আরও পড়ুন: ‘বিজেপিতে আসছেন প্রসূন বন্দ্যোপাধ্যায়’, বললেন সৌমিত্র খাঁ, জবাব প্রাক্তন ফুটবলারের

রবিবার কলকাতায় আইসিসিআর-এ রাজ্য বিজেপির সাংগঠনিক বৈঠকে এ নিয়ে বিস্তারিত আলোচনা না হলেও সূত্রের খবর, রথ যে বার করা হবে তা চূড়ান্ত হয়ে গিয়েছে। রথের নাম কী হবে তা নিয়েও সকলকে মত জানাতে বলা হয়েছে। দলের একাংশ চায়, ‘পরিবর্তন যাত্রা’ নাম দেওয়া হোক। তবে একটাই নাম না দিয়ে জোন অনুযায়ী সাধারণ মানুষের আবেগকে গুরুত্ব দিয়ে রথের আলাদা আলাদা নাম দেওয়া যায় কি না সেই ভাবনাও রয়েছে। আবার জোনের মধ্যেও এলাকা অনুযায়ী বিভিন্ন সম্প্রদায়ের আবেগকে গুরুত্ব দেওয়ার প্রস্তাবও বৈঠকে রাখা হয়েছে।

সূত্রের খবর, রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব বৈঠকে বলেন, বিভিন্ন ক্ষেত্রের, বিভিন্ন জীবিকার মানুষের আবেগকেও রথযাত্রায় গুরুত্ব দেওয়া যায় কি না, তা জোন স্তরে আলোচনা করে জানাতে হবে। রথযাত্রার পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত বলতে না চাইলেও না চাইলেও রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘‘তৃণমূল সরকারকে বঙ্গোপসাগরে ফেলার জন্য যা যা করার দরকার সব করা হবে। নানা রকম পরিকল্পনা চলছে। রথযাত্রাও হবে।।’’

বিজেপির সঙ্গে রথযাত্রার সম্পর্ক দীর্ঘদিনের। লালকৃষ্ণ আডবাণী, মুরলীমনোহর জোশীরা সভাপতি থাকার সময়ে দেশ জুড়ে রথযাত্রা হয়। পশ্চিমবঙ্গ বিজেপিও ২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে রথযাত্রার পরিকল্পনা করেছিল। ২০১৮ সালের ৭ ডিসেম্বর থেকে ১৬ জানুয়ারি পর্যন্ত ‘গণতন্ত্র বাঁচাও যাত্রা’ নামে রথ ঘোরার পরিকল্পনা থাকলেও শেষ মুহূর্তে তা ভেস্তে যায়। প্রথমে রাজ্য প্রশাসনের অনুমতি মেলেনি।

পরে আদালতের নির্দেশেও রথের যাত্রা ভঙ্গ হয়। এ বার তাই বিজেপি অনেক আগে থেকেই পরিকল্পনা করতে চাইছে। প্রতিটি জোনকে নিজের নিজের এলাকায় কোন রুটে রথ ঘুরতে পারে তা ঠিক করতে নির্দেশ দেওয়া হয়েছে। বলা হয়েছে খেয়াল রাখতে হবে সব বিধানসভা আসন এলাকাতেই যেন রথ পৌঁছায়।

আরও পড়ুন: বিজেপিতে মোহভঙ্গ, দেড় মাসেই ‘ঘর ওয়াপসি’ পূর্ব মেদিনীপুরের এই তৃণমূল নেতার

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest