ইদে বাইরে বেরোবেন না, BJP ভিডিয়ো তোলার জন্য ওঁৎ পেতে আছে, সংখ্যালঘু সম্প্রদায়ের কাছে আবেদন মুখ্যমন্ত্রীর

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

কলকাতা: সোমবার খুশির ইদ। মুসলিমদের সব থেকে বড় পরব এবার পালন করতে হবে ঘরে বসেই। আর সেজন্য শনিবার কাতর আবেদন জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন এবার ইদে বাড়ির বাইরে বেরনো কোনও ভাবেই উচিত নয় তা বুঝিয়ে বলেন তিনি। ইদে সবার কাছে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষারও বার্তা দেন তিনি। এমনকী ইদে মুসলিমদের ঘরে রাখতে বিজেপির ভয়ও দেখান তিনি। 

এদিন মমতা বলেন, ‘তেলেনিপাড়া, টিকিয়াপাড়া দেখেছেন তো? বিজেপি ওৎ পেতে বসে আছে ভিডিয়ো করবে বলে। কখন একটা শকুনি মরবে আর সেই শকুনির মাংস খাবে।’

কেন ইদে বাড়ির বাইরে কেন বেরনো উচিৎ নয় তা বুঝিয়ে বলেন মুখ্যমন্ত্রী। বলেন, আমাকে যদি এতটুকুও ভালবেসে থাকেন, ভরসা করেন, দয়া করে এবার ইদে বাড়িতে থাকুন। তিনি বলেন, নইলে আপনাদের সম্প্রদায়ের মধ্যে সংক্রমণ ছড়িয়ে যেতে পারে। 

এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি রেড রোডে নমাজে যাই। এবছর রেড রোডে নমাজ হবে না। আমারও খারাপ লাগছে।’ মমতা জানান, ‘কেন্দ্রীয় সরকার সারা দেশ জুড়ে ধর্মীয় জমায়েতে নিষেধাজ্ঞা জারি করেছে। আমার ইচ্ছা থাকলেও উপায় নেই। এটা কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত।’ মুখ্যমন্ত্রী বলেন, ‘প্রতিবছর আমি চৈত্র সংক্রান্তিতে কালীবাড়ি যাই। এবার যাওয়া হয়নি। বাসন্তী পুজো, পয়লা বৈশাখ সব লকডাউনের মধ্যে পড়েছে। মানুষের জন্য এবার সবাইকে সাবধান থাকতে হবে।

ইদে সাম্প্রদায়িক উসকানি থেকেও সবাইকে সতর্ক করেন মমতা। তিনি বলেন, বলেন, ‘কোনও কোনও লোক আছে যারা এগুলোতে ওসকায়। সব মুসলিম আমাদের সমর্থক বা সাম্প্রদায়িক সম্প্রীতির সমর্থক নন। কেউ কেউ আবার এখানে ওখানে বিক্রিও হয়ে যায়। সব ধর্মেই আছে, আমার ধর্মেও আছে, আপনার ধর্মেও আছে। তাদের কথা শুনে কেউ দয়াকরে নিজেদের এই সর্বনাশটা করতে দেবেন না। ভাল থাকুন আপনারা।‘

অন্যদিকে, ইদে লকডাউন শিথিল না করার জন্য এর আগেই মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেছিল পশ্চিমবঙ্গের ইমামদের সংগঠন।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest