নজিরবিহীন! টেট দুর্নীতিতে অভিযুক্ত BJP প্রার্থী, কালনায় তৃণমূলের হয়ে প্রচারে গেরুয়া কর্মীরা

কালনা এলাকায় বিজেপির প্রার্থীর নাম ঘোষিত হওয়ার পর থেকেই এলাকায় প্রবল ক্ষোভ বিক্ষোভ শুরু হয়ে যায়।
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

কালনায় বিজেপি প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস ত্যাগী বিশ্বজিৎ কুণ্ডুকে। কিন্তু প্রার্থীকে বিজেপির কর্মীদেরই পছন্দ নয়। তাই তাঁরা ওই বিজেপি কর্মীর হয়ে প্রচার করবেন না। ঠিক করছেন, তৃণমূলের প্রার্থীর হয়েই প্রচার করবেন। বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা হয়ে যাওয়ার পর রাজ্যের বিভিন্ন জায়গায় প্রার্থী বদলের দাবিতে বিক্ষোভ আন্দোলন শুরু হয়ে গিয়েছে। তবে এভাবে বিরোধী দলের প্রার্থীর হয়ে প্রচারে নেমে পড়ার ঘটনা নজিরবিহীন।

কালনা এলাকায় বিজেপির প্রার্থীর নাম ঘোষিত হওয়ার পর থেকেই এলাকায় প্রবল ক্ষোভ বিক্ষোভ শুরু হয়ে যায়। কালনার উত্তর গোয়াড়া গ্রামের বিজেপির কর্মী সমর্থকরা ঠিক করেন, তাঁরা বিজেপি প্রার্থীর হয়ে প্রচারে নামবেন না। কালনায় তৃণমূল প্রার্থী হিসেবে লড়ছেন দেবপ্রসাদ বাগ। এলাকার বিজেপি কর্মীরা ঠিক করেন, দেবপ্রসাদের হয়েই তাঁরা প্রচার করবেন।

আরও পড়ুন: ভোটের মুখে চার কেন্দ্রে প্রার্থী বদল করল তৃণমূল, জেনে নিন তাদের নাম

তৃণমূলের যে সব নেতা, বিধায়করা বিজেপিতে গিয়েছেন, তাঁদের মধ্যে কালনার বিধায়ক বিশ্বজিৎ কুণ্ডু ছিলেন অন্যতম। তৃণমূল ছাড়ার আগে বিশ্বজিৎ কুণ্ডুর সঙ্গে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর গোপনে বৈঠক হয়েছিল। সেই বৈঠকে জিতেন্দ্র তিওয়ারিও ছিলেন।

প্রথমে বিশ্বজিৎ তৃণমূল না ছাড়ার কথা তৃণমূল সাংসদ সৌগত রায়কে জানালেও পরে তিনি বিজেপিতে যোগদান করেন। স্থানীয় সূত্রে খবর, বিশ্বজিতের নামে ভোটের অনেক আগে থেকেই নানা অভিযোগ রয়েছে। বিশ্বজিতের বিরুদ্ধে টেট-দুর্নীতির অভিযোগ উঠেছে। যিনি কার্যত নিজের স্ত্রী, বৌদকে চাকরি দেওয়ার কথা স্বীকার করে নিয়েছিলেন।

আরও পড়ুন: রক্তাক্ত নন্দীগ্রাম: শুভেন্দুর সভা ঘিরে তুমুল অশান্তি, ‘গো-ব্যাক’ স্লোগান, চাপ বাড়ছে ‘ঘরের ছেলে’র

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest