Site icon The News Nest

বাড়াতে হবে ভাড়া, রাজ্য জুড়ে অনশনে বসার সিদ্ধান্ত বেসরকারি বাস মালিকদের

kolkata buses

দিন কয়েক আগেই বাসভাড়া বৃদ্ধি, ডিজেলের দাম কমানো, ব্যাঙ্কের কিস্তি মকুব–সহ একাধিক দাবি জানিয়ে রাজ্যপাল জগদীপ ধনখড়কে চিঠি লিখেছিলেন বাস মালিকরা। কিন্তু সে ব্যাপারে কেন্দ্রের তরফে কোনও হেলদোল না দেখে এবার অনশন বসার হুমকি দিল রাজ্যের বেসরকারি বাস মালিকদের সংগঠন।

আরও পড়ুন :  সুশান্ত মৃত্যুতে সুবিধা নিচ্ছেন কিছু ‘অর্ধ-শিক্ষিত উঠতি নায়িকা’, শাহের মন্তব্যে ক্ষুব্ধ কঙ্গনা!

মঙ্গলবার জয়েন্ট কাউন্সিল অব বাস সিন্ডিকেটের সাধারণ সম্পাদক তপন বন্দ্যোপাধ্যায় জানান, সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে পশ্চিমবঙ্গের সব জেলায় অনশনে বসার সিদ্ধান্ত নিয়েছেন বাস মালিকরা।

জেলায় মূলত জেলাশাসক কার্যালয়ের সামনে অনশন কর্মসূচি চালানো হবে। কলকাতায় কর্মসূচি অনুষ্ঠিত হবে মেট্রো চ্যানেলে। এই সিদ্ধান্তের কথা জানিয়ে মঙ্গলবার রাজ্যপাল জগদীপ ধনখড়কে চিঠি দেওয়া হয়েছে।

রাজ্যপালকে আর্জি জানানো হয়েছে যাতে এ বিষয় নিয়ে তিনি কেন্দ্রীয় পরিবহণ মন্ত্রকে আলোচনা করেন। একইসঙ্গে ভাড়া বৃদ্ধির দাবি জানানো হয়েছে রাজ্য সরকারকেও।

একদিকে জ্বালানির মূল্যবৃদ্ধি অব্যাহত, আরেকদিকে যাত্রী কম। এ অবস্থায় ভাড়া না বাড়ানো ছাড়া কোনও উপায় নেই। দেওয়ালে আমাদের পিঠ ঠেকে গিয়েছে।জানান তপন বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন : করোনা আবহে ৩ দিনের মধ্যে ভোটের গাইডলাইন দেবে নির্বাচন কমিশন

Exit mobile version