বুধবার থেকে চালু হল চন্দননগর-ফেয়ারলি ফেরি পরিষেবা, গায়ে গা ঘেঁষে অফিসমুখো যাত্রীরা

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

The News Nest: হুগলি জেলার আরও দুটি জায়গা থেকে ফেয়ারলি প্লেস পর্যন্ত লঞ্চ পরিষেবা শুরু হল আজ থেকে। শ্রীরামপুর থেকে ফেয়ারলি প্লেস ও চন্দননগর থেকে ফেয়ারলি প্লেস পর্যন্ত লঞ্চ পরিষেবা শুরু।

প্রতিদিন সকাল ৭টায় চন্দননগরের রানিঘাট থেকে ছেড়ে ৯.৩০ মিনিটে কলকাতার ফেয়ারলি ঘাটে পৌঁছচ্ছে ফেরি৷ সকাল সাতটায় রওনা দিয়ে ভদ্রেশ্বর, তেলেনিপাড়া, চাঁপদানি, শেওড়াফুলি, বাগবাজার হয়ে ফেয়ারলি পৌঁছতে মোটামুটি আড়াই ঘণ্টা সময় নিচ্ছে ফেরি৷ চন্দননগর থেকে ফেয়ারলি পর্যন্ত ফেরিভাড়া ৬০ টাকা নির্দিষ্ট হয়েছে৷ অন্যদিকে, শ্রীরামপুর থেকে লঞ্চ ছাড়বে প্রতিদিন সকাল ৮ টায়। যার ভাড়া ৪৬ টাকা। যাত্রীদের একাংশ মনে করছেন, ভাড়া অতিরিক্ত বাড়ানো হয়েছে৷ 

আরও পড়ুন: ঘরেফেরা IT কর্মীদের জন্য সুখবর, চাকরি দিতে নয়া পোর্টাল খুলল মমতা সরকার

করোনা সংক্রমণ রোধে জারি করা লকডাউনবিধি ক্রমে শিথিল করছে পশ্চিমবঙ্গ সরকার। ইতিমধ্যে গত ৮ জুন থেকে খুলে গিয়েছে সরকারি এবং বেসরকারি বহু অফিস। তবে প্রয়োজনের তুলনায় রাস্তায় গণপরিবহণের উপস্থিতি কম থাকায় নিত্য ভোগান্তির মুখে পড়ছেন অফিসযাত্রীরা।  লঞ্চ পরিষেবা শুরু হওয়ার স্বাভাবিকভাবেই কিছুটা স্বস্তি পেয়েছেন চাকুরিজীবীরা। কিন্তু এক্ষেত্রেও সংক্রমণের আতঙ্ক তৈরি হয়েছে।

কারণ, বুধবার লঞ্চ পরিষেবা শুরুর দিনেই কোনওরকম সামাজিক দূরত্ব মানতে দেখা যায়নি যাত্রীদের। বরং কার্যত গায়ে গা ঘেঁষে বসেই গন্তব্যে পাড়ি দিয়েছেনন তাঁরা। কিন্তু করোনা সংক্রমণ ব্যাপক হারে বাড়ছে জানা সত্ত্বেও কেন সচেতন হচ্ছেন না সাধারণ মানুষ? কেনই বা সামাজিক দূরত্বের বিধির দিকে নজর না দিয়েই লঞ্চ পরিষেবা চালু করা হল এহেন একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে।

আরও পড়ুন: করোনা আক্রান্ত সিবিআইয়ের উচ্চপদস্থ আধিকারিক, রাতে সিল করা হল নিজাম প্যালেস

Gmail 1

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest