Site icon The News Nest

পালটা চাপ? আর্থিক তছরুপ মামলায় CID-র নোটিশ পড়ল অর্জুন সিংয়ের বাড়িতে

arjun

নারদ তদন্তে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (সিবিআই)-এর হাতে তৃণমূলের নেতা-মন্ত্রী-সহ ৪ জনের গ্রেফতার নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। এই আবহে আর্থিক তছরুপ মামলায় বিজেপি সাংসদ অর্জুন সিংকে জিজ্ঞাসাবাদের জন্য নোটিস পাঠাল সিআইডি। সিবিআইয়ের নারদ তদন্তের মাঝে রাজ্যের ওই তদন্তকারী সংস্থার পদক্ষেপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

সিআইডি-র তরফে দেওয়া নোটিসে বলা, ২০২০ সালে দায়ের হওয়া ওই মামলায় অর্জুনের বিরুদ্ধেও অভিযোগ রয়েছে। এমনকি এও বলা হয়েছে, তদন্তে প্রমাণিত, অর্জুনের কাছে ওই মামলা সম্পর্কিত অনেক তথ্য রয়েছে। নোটিসে এও বলা হয়েছে, তদন্তের স্বার্থেই অর্জুনের ভূমিকা খতিয়ে দেখা প্রয়োজন।তার প্রেক্ষিতেই ওই বিজেপি সাংসদকে আগামী ২৫ মে ভবানীভবনে তলব করা হয়েছে। ওই মামলায় সম্পত্তির অপব্যবহার, বিশ্বাসভঙ্গ, প্রতারণা-সহ একাধিক অভিযোগ রয়েছে। মামলা করা হয়েছে দুর্নীতি দমন আইনেও।

সিআইডি-র তরফে দেওয়া নোটিসে বলা, ২০২০ সালে দায়ের হওয়া ওই মামলায় অর্জুনের বিরুদ্ধেও অভিযোগ রয়েছে। এমনকি এও বলা হয়েছে, তদন্তে প্রমাণিত, অর্জুনের কাছে ওই মামলা সম্পর্কিত অনেক তথ্য রয়েছে। নোটিসে এও বলা হয়েছে, তদন্তের স্বার্থেই অর্জুনের ভূমিকা খতিয়ে দেখা প্রয়োজন।তার প্রেক্ষিতেই ওই বিজেপি সাংসদকে আগামী ২৫ মে ভবানীভবনে তলব করা হয়েছে। ওই মামলায় সম্পত্তির অপব্যবহার, বিশ্বাসভঙ্গ, প্রতারণা-সহ একাধিক অভিযোগ রয়েছে। মামলা করা হয়েছে দুর্নীতি দমন আইনেও।

আরও পড়ুন: NARADA SCAM: নারদ কাণ্ডে মমতার পাশেই দাঁড়াচ্ছেন বিরোধীরা

বৃহস্পতিবার, রাত সাড়ে আটটা নাগাদ সিআইডির একটি দল পৌঁছায় জগদ্দলের মেঘনা মোড়ে অর্জুন সিংয়ের বাড়ি মজদুর ভবনে। সেই সময় বাড়িতে ছিলেন না সাংসদ। বাড়ির বাইরে প্রায় এক ঘণ্টা অপেক্ষা করেন সিআইডি আধিকারিকরা। কিন্তু অর্জুন সিং না ফেরায় মজদুর ভবনের দেওয়ালে নোটিশ সেঁটে দেন তাঁরা।

তাঁর বাড়িতে সিআইডির নোটিশ টাঙিয়ে যাওয়া প্রসঙ্গে বিজেপি সাংসদ সংবাদমাধ্যমকে বললেন, ‘সুপ্রিম কোর্ট থেকে রক্ষাকবচ নেওয়া আছে আমার।’ পাশাপাশি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে প্রতিহিংসা রাজনীতির অভিযোগও তোলেন ব্যারাকপুরের সাংসদ। সিআইডি-র তদন্ত এবং দাবি প্রসঙ্গে অর্জুন সিংয়ের দাবি, ‘ইন্ট্রা নামে একটি সংস্থাকে কাজের বরাত দেওয়া হয়েছিল। কিন্তু তাঁরা কাজ করেনি। আর অর্থ কারচুপির সঙ্গেও আমার কোনও যোগ নেই। তৃণমূলের বিরুদ্ধে পালটা প্রতিহিংসার রাজনীতি করছে’

আরও পড়ুন: শনি থেকে শক্তি বাড়িয়ে সোমে ঘূর্ণিঝড়ে পরিণত হবে ‘যশ’, বাংলায় বাংলায় আছড়ে পড়বে বুধের সকালে

Exit mobile version