দেশের নানা প্রান্তের মানুষকে বাংলায় ফেরাতে ১০৫টি ট্রেন, দেখুন পূর্ণাঙ্গ তালিকা…

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

কলকাতা: দেশের নানা প্রান্তে যাঁরা আটকে আছেন লকডাউনে, ফিরতে চাইছেন বাংলায়, তাঁদের জন্য ১০৫টি অতিরিক্ত ট্রেনের ব্যবস্থা করা হয়েছে বলে গতকাল টুইট করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন, এই ট্রেনগুলি বিভিন্ন রাজ্য থেকে মানুষকে বাংলায় ফিরিয়ে আনবে।

তিনি লেখেন, “‌আমাদের ‌দেওয়া কথা মতো, দেশের বিভিন্ন প্রান্তে আটকে পড়া পশ্চিমবঙ্গের বাসিন্দাদের ফেরাতে আমরা বদ্ধপরিকর। তাই আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে রাজ্যের বাসিন্দাদের ফেরাতে আমরা মোট ১০৫ টি ট্রেন আয়োজন করতে পেরেছি। আগামী বেশ কয়েকদিন ধরে এই ট্রেনগুলি দেশের বিভিন্ন প্রান্ত থেকে আটকে পড়া রাজ্যের বাসিন্দাদের নিজের শহরে ফিরিয়ে আনবে।”

১০৫টি ট্রেনের বিস্তারিত বিবরণ কোথায় পাওয়া যাবে, সেই ওয়েবসাইটের ঠিকানাও টুইটে দিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। দেখা গেছে, ১৬ মে থেকে ১৪ জুন পর্যন্ত মহারাষ্ট্র, কেরালা, রাজস্থান, হরিয়ানা, জম্মু ও কাশ্মীর– এরকম প্রায় সমস্ত রাজ্য থেকে ট্রেন চালু হবে বাংলার উদ্দেশে। সেগুলি এসে পৌঁছবে উত্তরবঙ্গ, মালদা, হাওড়া, দুর্গাপুর, খড়্গপুর সহ রাজ্যের একাধিক জেলায়।

আরও পড়ুন: লাজবাব লকডাউন! জাতীয় সড়কে শুয়ে লেপার্ড, মসজিদে আশ্রয় নিল ভামবিড়াল, দেখুন ভিডিও

কবে, কোথা থেকে, কোন সময়ে, কোন ট্রেন ছাড়বে, কখন কোন স্টেশনে পৌঁছবে, দেখুন পূর্ণাঙ্গ তালিকা।

WhatsApp Image 2020 05 14 at 3.31.01 PM 1
WhatsApp Image 2020 05 14 at 3.31.01 PM

তবে এই ট্রেনগুলির ভাড়া কত করে হবে, কারা চাপতে পারবেন এই ট্রেনে, তা নিয়ে এখনও কিছু জানা যায়নি।

আরও পড়ুন: ব্রিটিশ সুপ্রিম কোর্টে আবেদনের আর্জি খারিজ, বিজয় মাল্যর প্রত্যার্পণ কি সময়ের অপেক্ষা?

Gmail 1
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest