‘নাদুস-নুদুস, ফানুস-ফানুস, ফাটুস-ফুটুস চেহারা’, অমিত শাহকে নিয়ে রসিক খোঁচা মমতার

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

বিজেপি সভাপতি জেপি নড্ডাকে এর আগে ‘নাড্ডা, ফাড্ডা, চাড্ডা, গাড্ডা’ বলে কটাক্ষ করেছিলেন। এ বার অমিত শাহকে ‘নাদুস-নুদুস, ফানুস-ফানুস, ফাটুস-ফুটুস চেহারা’ বলে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনার পৈলানের দলীয় সভা থেকে অমিতকে একাধিক বার আক্রমণ করেন তিনি। পাশাপাশি মমতা অভিষেকের বিরুদ্ধে লড়ার চ্যালেঞ্জও ছুড়েছেন অমিতের উদ্দেশে।

পৈলানের বক্তৃতায় মমতা বিজেপি-র বিরুদ্ধে সুর সপ্তমে তোলেন। তিনি বলেন, ‘‘বলছে, বাংলা দখল করবে। আগে দিল্লি সামলাও। কৃষকদের সামলানোর ক্ষমতা নেই, মমতা দিদিকে সামলাবে! মমতা দিদি ছোটবেলা থেকে রাজনীতি করে। তার মতো রাজনীতিক হতে গেলে তোমাকে হাজার বার জন্ম নিতে হবে। এই চেহারায় হবে না।’’

আরও পড়ুন: রেস্তোরাঁয় যাওয়ার দরকারই পড়বে না! এমন সুন্দর কাবাব বানিয়ে নিন বাড়িতেই বানিয়ে নিন

অমিত শাহের নাম না করে এর পরেই তাঁর চেহারা নিয়ে কটাক্ষ করেন মমতা। বলেন, ‘‘অত ফোলা ফোলা চেহারা, বেশ নাদুস-নুদুস, সুন্দর-সুন্দর দেখতে, ফানুস-ফানুস চেহারা, ফাটুস-ফুটুস চেহারা, আমাদের মতো এসে লড়াই করো! যাও গিয়ে বাড়িতে বাসন মাজো। যাও গিয়ে ঘর মোছো। যাও গিয়ে ডান্ডার সঙ্গে লড়াই করো। যাও গিয়ে বন্দুকের সঙ্গে লড়াই করো। গুলি বন্দুকের সঙ্গে লড়াই করে বেঁচে আছি মনে রাখবেন।’

অমিতকে ব়ৃহস্পতিবার অভিষেকের বিরুদ্ধে লড়াই করার চ্যালেঞ্জও ছুড়েছেন মমতা। এর আগে তিনি নন্দীগ্রাম আসনে তাঁর বিরুদ্ধে লড়ার জন্য ‘আহ্বান’ জানিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে।

পৈলানে তিনি বলেন, ‘‘খালি দিদি আর ভাতিজা! আরে দিদিকে পরে লড়বি আগে ভাতিজাকে লড়। এতই যদি দিদি আর ভাতিজা বলতে হয় তোদের, তা হলে চ্যালেঞ্জ করছি অমিত শাহকে, আগে অভিষেকের সঙ্গে লড়ে দেখান।’’

হুঙ্কার দিয়ে তিনি বলেন,‘‘ক্ষমতা থাকলে নাম নিয়ে কথা বলুন। আর কী কী করেছো তোমাকে বলতে হবে। নইলে মনে রাখবে তোমার ছেলেও দুর্নীতির অভিযোগ থেকে রেহাই পাবে না। তোমার ছেলেকে তুমি লুকিয়ে রাখবে আর অন্যদের গালাগালি দেবে, এটা চলতে পারে না। আমি ভদ্রতা করি অমিত শাহ। আমার ভদ্রতা দুর্বলতা নয়।’’

আরও পড়ুন: সাবধান! কন্ডোমের এই ভুল ব্যবহারগুলোর ফাঁদে আপনি পড়েছেন নাকি?

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest