স্বাধীনতা দিবস উদযাপনে রেড রোডে করোনার বিরুদ্ধে বার্তা মুখ্যমন্ত্রী মমতার

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

আজ রেড রোডে পালিত হল ৭৪তম স্বাধীনতা দিবস অনুষ্ঠান। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । আজকের অনুষ্ঠান থেকে করোনার বিরুদ্ধে লড়াইয়ের বার্তা দেন মুখ্যমন্ত্রী । সংক্ষিপ্ত অনুষ্ঠানে প্রদর্শিত হয় চার-পাঁচটি ট্যাবলো । তার মধ্যে বেশিরভাগ করোনা সচেতনতা সংক্রান্ত ছিল । পাশাপাশি, স্বাধীনতা দিবসের মঞ্চ থেকে করোনা যোদ্ধাদের সম্মান জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

আরও পড়ুন : প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতির জন্য আসবে অত্যাধুনিক ভিভিআইপি বিমান ‘Air India One’ ! রিসিভ করতে মার্কিন মুলুকে পাড়ি কেন্দ্রীয় প্রতিনিধিদলের

প্রথম ট্যাবলোর স্লোগান ছিল, “করোনা হারবে বাংলা জিতবে ।” রাজ্যের ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্প দপ্তরের একটি ট্যাবলো ছিল । এই ট্যাবলোকে সামনে রেখে তুলে ধরা হয় স্যানিটাইজার ও মাস্ক তৈরি করে অর্থনীতি সুদৃঢ় করার বার্তা । কলকাতা ও রাজ্য পুলিশের তরফ থেকে একটি ট্যাবলো রেড রোডে বের হয় । কীভাবে জীবনের ঝুঁকি নিয়ে রাস্তায় নেমে পুলিশ ও প্রশাসন কাজ করছে তা এর মাধ্যমে তুলে ধরা হয় ।

এছাড়াও মুখ্যমন্ত্রী ২৫ জন কোরোনা যোদ্ধাকে সম্মান জানান । স্বাস্থ্যকর্মী থেকে সাফাইকর্মী-সহ একেবারে প্রথম সারিতে থেকে লড়াই করা কোভিড যোদ্ধাদের হাতে মানপত্র তুলে দেন তিনি । প্রতিবারের মতো পুলিশ মেডেলও প্রদান করেন মুখ্যমন্ত্রী ।

১৪ অগস্ট মধ্যরাতে ট্যুইট করে দেশবাসীকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ট্যুইটে তিনি লেখেন, ‘প্রতি বছরই আমরা ফ্রিডম অ্যাট মিডনাইট পালন করি। ঘড়ির কাঁটা ঠিক ১২টা মধ্যরাত ছুঁলেই জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এবছরও তাই হবে। তবে সাবধানে থাকুন। মাস্ক অবশ্যই পরুন এবং দূরত্ব বজায় রাখুন। আমাদের মহত্‍ দেশ এর আগেও অনেক সংকটে কাটিয়ে উঠেছে। এই সংকট থেকেও বেরিয়ে আসবে। জয় হিন্দ। বন্দে মাতরম।’

আরও পড়ুন : বিচ্ছেদের পরেও তাঁর ৪.৫ কোটির ফ্ল্যাটের EMI দিতেন সুশান্ত? অবশেষে মুখ খুললেন অঙ্কিতা

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest