WB election 2021: প্রথম দুই দফায় ১৩ হাত প্রার্থীর নাম ঘোষণা কংগ্রেসের, ঝুলে রইল নন্দীগ্রাম

আগাম ঘোষণা ছাড়াই প্রথম দুই দফার নির্বাচনের প্রার্থীদের নাম ঘোষণা করল কংগ্রেস
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য প্রথম দু’দফার প্রার্থী তালিকা ঘোষণা করল কংগ্রেস। ইতিমধ্যেই নিজেদের তালিকা প্রকাশ করেছে বামেরা। প্রথম দুই দফার জন্য মোট ৩৮ জন বাম প্রার্থীর নাম রয়েছে তালিকায়। আর শনিবার রাতে মোট ১৩ জন প্রার্থীর নাম প্রকাশ্যে আনল অন্যতম জোট শরিক কংগ্রেস।

আগাম ঘোষণা ছিল না।  সূত্রের খবর, দিল্লির হাইকমান্ড থেকে নির্দেশ আসার পরই এ দিন প্রথম দুই দফার প্রার্থীদের নাম ঘোষণা করে প্রদেশ কংগ্রেস। সনিয়া গান্ধী, অধীর চৌধুরীর উপস্থিতিতে হওয়া বৈঠকেই এই প্রার্থী তালিকা স্থির হয়েছে বলে জানা যাচ্ছে। প্রথম দফা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে ২৭ মার্চ, দ্বিতীয় দফার ভোটগ্রহণ হবে ১ এপ্রিল। তবে এখনও নন্দীগ্রাম নিয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানানো হয়নি সংযুক্ত মোর্চার তরফে। একনজরে দেখে নিন ঘোষিত প্রার্থী তালিকা।

প্রথম দফা

ভগবানপুর থেকে লড়বেন শিউলি মাইতি

এগরা থেকে মানস কুমার কর মহাপাত্র

বলরামপুর থেকে লড়বেন উত্তম বন্দ্যোপাধ্যায়

বাগমুণ্ডি থেকে নেপাল মাহাতো

পুরুলিয়া থেকে পার্থ প্রতিম বন্দ্যোপাধ্যায়

আরও পড়ুন: গোসাবায় বোমা বিস্ফোরণে আহত ৬ বিজেপি কর্মী, শুরু রাজনৈতিক তরজা

দ্বিতীয় দফা

পাথরপ্রতিমা থেকে লড়বেন সুখদেব বেরা।

কাকদ্বীপ থেকে ইন্দ্রনীল রাউত

ময়নায় লড়বেন মানিক ভৌমিক

খড়্গপুর সদরে সমীর রায়

সংবয়ে লড়বেন চিরঞ্জিব ভৌমিক

বাঁকুড়া সদরে রাধারানি বন্দ্যোপাধ্যায়

বিষ্ণুপুর আসনে দেবু চট্টোপাধ্যায়

কোতুলপুরে অক্ষয় সাঁতরা

আরও পড়ুন: বেনোজলে আস্থা নেই? টলি তারকাহীন প্রার্থী তালিকায় পুরনোদেরই প্রাধান্য দিল বিজেপি

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest