WB election 2021: বামেদের প্রার্থী তালিকায় ঐশী-ফুয়াদ হালিম, সুজন-কান্তি, শতরূপরা, দেখুন পূর্ণ তালিকা…

নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তারুণ্যকেই হাতিয়ার করতে চাইছে সিপিএম।
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

নন্দীগ্রামে (Nandigram) মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তারুণ্যকেই হাতিয়ার করতে চাইছে সিপিএম (CPIM)। নন্দীগ্রামের আসনে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়ের (Minakshi Mukherjee) নাম। ফলে এ বারের বিধানসভা (West Bengal Assembly Election 2021) ভোটে নন্দীগ্রামে যে কার্যত ত্রিমুখী লড়াই হতে চলেছে তা স্পষ্ট হয়ে গেল। প্রথম দুই দফার আসনে একমাত্র নন্দীগ্রামেই আসনে প্রার্থী ঘোষণা বাকি ছিল সিপিএম-র। সেই আসনের প্রার্থী এ দিন ঘোষণা করে দেওয়া হয়।

কংগ্রেস ও আইএসএফ-র সঙ্গে বোঝাপোড়া চূড়ান্ত হলেও কাগজপত্রের ফাঁদে আটকে রয়েছে কিছু প্রক্রিয়া। সেই কারণে এ দিন কেবল বামেরা নিজেদের প্রার্থীর নামই ঘোষণা করে। দ্বিতীয় দফার প্রার্থী তালিকায় যে তরুণ প্রার্থীদের যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে তা প্রার্থীদের নামগুলিতেই সাফ হয়ে গিয়েছে। ফলে অভিজ্ঞতা ও তারুণ্য দুই-ই প্রাধান্য পেয়েছে। শিলিগুড়ি, রায়দিঘীর মতো আসনে একদিকে যেমন প্রত্যাশিতভাবে পুরনো মুখগুলিকে প্রার্থী করা হয়েছে, তেমনই বেশ কিছু আসনে ছাত্র-যুব সংগঠনের নেতারা সুযোগ পেয়েছেন। দেখে নিন দ্বিতীয় দফায় প্রার্থী তালিকা প্রকাশের পর কাদের নাম এল তালিকায়।

বালি – দীপ্সিতা ধর, পাঁচলা – ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, উলুবেড়িয়া পূর্ব – ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, ডোমজুড় – উত্তম বেরা, উত্তরপাড়া – রজত বন্দ্যোপাধ্যায়, সিঙ্গুর – সৃজন ভট্টাচার্য, চাঁপদানি – কংগ্রেস, বাসন্তী – সুভাষ নস্কর (আরএসপি)

যাদবপুর – সুজন চক্রবর্তী, কসবা – শতরূপ ঘোষ, টালিগঞ্জ – দেবদূত ঘোষ, বেহালা পশ্চিম – নীহার ভক্ত, চণ্ডীতলা – মহম্মদ সেলিম, রায়দিঘি – কান্তি গঙ্গোপাধ্যায়, শিলিগুড়ি – অশোক ভট্টাচার্য, নন্দীগ্রাম – মীনাক্ষী মুখোপাধ্যায়।

দিনহাটা – আবদুর রউফ, নাটাবাড়ি – আবির হাসান (ফরোয়ার্ড ব্লক), কামারহাটি – সায়নদীপ মিত্র, বিধাননগর – কংগ্রেস, রাজারহাট-গোপালনগর – সপ্তর্ষি দেব, মধ্যমগ্রাম – চূড়ান্ত হয়নি এখনও, দেগঙ্গা – চূড়ান্ত হয়নি এখনও, হাড়োয়া – ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, সন্দেশখালি – ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, বসিরহাট উত্তর – ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, বসিরহাট দক্ষিণ – কংগ্রেস, হিঙ্গলগঞ্জ – রঞ্জন মণ্ডল।

খণ্ডঘোষ – অসীমা রায়, বর্ধমান দক্ষিণ – পৃথা তা, রায়না – বাসুদেব খান, জামালপুর – সমর হাজরা, মন্তেশ্বর – চূড়ান্ত হয়নি এখনও, কালনা – নীরব খাঁ, মেমারি – সনত্ বন্দ্যোপাধ্যায়।

দমদম – পলাশ দাস, হেমতাবাদ – ভূপেন্দ্রনাথ বর্মন, কালিয়াগঞ্জ – কংগ্রেস, রায়গঞ্জ – কংগ্রেস, ইটাহার – শ্রীকুমার মুখোপাধ্যায় (সিপিআই), করিমপুর – প্রভাব মজুমদার, তেহট্ট – সুবোধ বিশ্বাস, পলাশিপাড়া – এসএম সাদি, কালীগঞ্জ – কংগ্রেস, নাকাশিপাড়া – শুক্লা সাহা চক্রবর্তী, চাপড়া – ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, কৃষ্ণনগর উত্তর – কংগ্রেস, নবদ্বীপ – স্বর্ণেন্দু সিং, কৃষ্ণনগর দক্ষিণ – সুমিত বিশ্বাস, বাগদা – কংগ্রেস, বনগাঁ উত্তর – এখনও চূড়ান্ত হয়নি, বনগাঁ দক্ষিণ – প্রীতিকুমার রায়।

আরও পড়ুন:

দমদম উত্তর – তন্ময় ভট্টাচার্য, ভাতার – নজরুল হক, পূর্বস্থলী দক্ষিণ – কংগ্রেস, পূর্বস্থলী উত্তর – প্রদীপ সাহা, কাটোয়া – কংগ্রেস, কেতুগ্রাম – মিজানুর করিম, মঙ্গলকোট – শাহাজান চৌধুরী, আউশগ্রাম -চঞ্চল মাঝি, গলসি – নন্দ পণ্ডিত (ফরোয়ার্ড ব্লক)।

কুমারগঞ্জ – কংগ্রেস, বালুরঘাট – সুচেতা বিশ্বাস (আরএসপি), তপন – রঘু ওঁরাও (আরএসপি), গঙ্গারামপুর – নন্দলাল হাজরা, হরিরামপুর – রফিকুল ইসলাম, হবিবপুর – ঠাকুর টুডু, গাজোল – অরুণ বিশ্বাস, চাঁচল – কংগ্রেস, হরিশ্চন্দ্রপুর – কংগ্রেস, মালতীপুর – কংগ্রেস, রতুয়া – কংগ্রেস, ফরাক্কা – কংগ্রেস, সামসেরগঞ্জ – এখনও চূড়ান্ত হয়নি (সিপিআইএমের জন্য), জঙ্গিপুর – প্রদীপ নন্দী (আরএসপি), রঘুনাথগঞ্জ – কংগ্রেস, সাগরদিঘি – কংগ্রেস, সুতি – কংগ্রেস, ভগবানগোলা – কামাল হোসেন, লালগোলা – কংগ্রেস, মুর্শিদাবাদ – কংগ্রেস, নবগ্রাম – কৃপালিনী ঘোষ, রানিনগর – কংগ্রেস।

কলকাতা বন্দর – কংগ্রেস, ভবানীপুর – কংগ্রেস, রাসবিহারী – কংগ্রেস, বালিগঞ্জ – ফুয়াদ হালিম, পাণ্ডবেশ্বর – সুভাষ বাউরি, দুর্গাপুর পূর্ব – আভাস রায়চৌধুরী, দুর্গাপুর পশ্চিম – কংগ্রেস, রানিগঞ্জ – হেমন্ত প্রভাকর, জামুড়িয়া – ঐশী ঘোষ, বারাবনি – কংগ্রেস।

মানিকচক – কংগ্রেস, মালদহ – কংগ্রেস, ইংরেজবাজার – কৌশিক মিশ্র, মোথাবাড়ি – কংগ্রেস, সুজাপুর – কংগ্রেস, বৈষ্ণবনগর – কংগ্রেস, খড়গ্রাম – কংগ্রেস, কান্দি – কংগ্রেস, রেজিনগর – কংগ্রেস, বেলডাঙা – কংগ্রেস, হরিহরপাড়া – কংগ্রেস, নওদা – কংগ্রেস, ডোমকল – মোস্তাফিজুর রহমান, জলঙ্গি – সইফুল ইসলাম মোল্লা, চৌরঙ্গী – কংগ্রেস, এন্টালি – ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, বেলেঘাটা – রাজীব বিশ্বাস, জোড়োসাঁকো – কংগ্রেস, শ্যামপুকুর – জীবন সাহা (ফরোয়ার্ড ব্লক), মানিকতলা – রূপা বাগচী, কাশীপুর-বেলগাছিয়া – প্রতীক দাশগুপ্ত, দুবরাজপুর – বিজয় বাগদি (ফরোয়ার্ড ব্লক), সিউড়ি – কংগ্রেস, বোলপুর – তপন হোড় (আরএসপি), নানুর – শ্যামলী প্রধান, লাভপুর – সৈয়দ মফিজুল করিম, সাঁইথিয়া – মৌসুমি কোনাই, ময়ূরেশ্বর – ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, রামপুরহাট – সঞ্জীন বর্মন, হাসান – কংগ্রেস, নলহাটি – দীপক চট্টোপাধ্যায় (ফরোয়ার্ড ব্লক), মুরারই – কংগ্রেস।

আরও পড়ুন:

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest