Site icon The News Nest

বাড়ি ফিরেছেন ফুয়াদ, এবার করোনা আক্রান্ত মহম্মদ সেলিম, ভর্তি হাসপাতালে

শ্যামল চক্রবর্তীর পর এবার মহম্মদ সেলিম। করোনায় আক্রান্ত বর্ষীয়ান সিপিআইএম নেতা। বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তিনি।

বেশ কয়েকদিন ধরেই অসুস্থ মহম্মদ সেলিম। জ্বর রয়েছে। তার সঙ্গে শ্বাসকষ্টও হচ্ছে। সঙ্গে পেটখারাপ। এরপরই তাঁকে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। দেখা যায়, কোভিড আক্রান্ত সিপিআইএম পলিটব‍্যুরো সদস্য মহম্মদ সেলিম। সোমবার সন্ধ্যায়  টুইটে তিনি জানান “আমি করোনা পজিটিভ। মৃদু উপসর্গ রয়েছে।  চিকিৎসকের পরামর্শ মেনে হাসপাতালে ভর্তি হয়েছি।

আরও পড়ুন : ভূমি পুজোয় ৪০ কেজি রুপোর ইট দিয়ে ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন মোদী

হালে করোনায় আক্রান্ত হয়েছে ফুয়াদ হালিম। যদিও তিনি এখন সুস্থ। তারও কিছু দিন আগে করোনা পজিটিভ হয়েছিলেন অশোক ভট্টাচার্য। তিনিও করোনাকে পরাজিত করেছেন। তবে এখনওকোভিড পজিটিভ বরিষ্ঠ সিপিআইএম নেতা শ্যামল চক্রবর্তী। এবার সেই তালিকায় যুক্ত হল মহম্মদ সেলিমের নাম। এর আগে করোনাকে জয় করে করে ফিরেছেন বাম নেতা অশোক ভট্টাচার্য।কয়েকদিন হোম কোয়ারেন্টাইনে থেকেই শিলিগুড়ি পুরসভার কাজ চালাচ্ছিলেন পুর প্রশাসক।

শনিবারই শ‍্যামল চক্রবর্তীর পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। তারপর থেকে তিনিও বাইপাসের একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। গতকাল রাত থেকে ভেন্টিলেশনে দেওয়া হয়েছে বর্ষীয়ান নেতাকে।

আরও পড়ুন : আবারও লকডাউনের দিন পরিবর্তন, দেখে নিন নয়া তারিখ…

Exit mobile version