দুজনেই প্রাক্তন আইপিএস। দুজনেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্য। একজন বর্তমানে, আরেক জন ছিলেন। কিন্তু এবার সেই দুজনই সম্মুখ সমরে। গতকালই তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে উল্লেখযোগ্য নাম ছিল সদ্য তৃণমূলে যোগদান করা প্রাক্তন আইপিএস হুমায়ুন কবীর। তাঁকে প্রার্থী করে রীতিমতো চমক দিয়েছেন মমতা। আর শনিবারই প্রথম ও দ্বিতীয় দফার ভোটের প্রার্থী ঘোষণা করে বিজেপি। সেই ৫৭ জনের তালিকায় উল্লেখযোগ্য নাম প্রাক্তন আইপিএস ভারতী ঘোষের। আসন, সেই ডেবরা। অর্থাৎ, পশ্চিম মেদিনীপুরের এই অখ্যাত আসনটিতে এবারে লড়াই রাজ্যের দুই দুঁদে প্রাক্তন পুলিশকর্তার।
প্রথমে আসা যাক শাসকদলের প্রার্থী হুমায়ুন কবীরের কথায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) স্নেহধন্য এই আইপিএস সদ্যই চাকরিজীবন থেকে অবসর নিয়ে রাজ্যের শাসকদলে যোগ দিয়েছেন। আর রাজনৈতিক জীবনের শুরুতেই তাঁকে কঠিন পরীক্ষার মধ্যে ফেলেছেন মুখ্যমন্ত্রী। হুমায়ুনবাবু আসলে ডেবরার ভূমিপুত্র হলেও, সেভাবে কোনওদিন ডেবরায় থাকা হয়নি তাঁর। তাই নিজেকে ডেবরার ভূমিপুত্র হিসেবে সেভাবে এখনও মেলে ধরতে পারেননি হুমায়ুনবাবু।
দলেও সমস্যা কম নেই। এলাকায় তৃণমূলের (TMC) গোষ্ঠীদ্বন্দ্ব ব্যাপক। গোষ্ঠীদ্বন্দ্বের জন্যই বর্তমান বিধায়ক সেলিমা খাতুনকে প্রার্থী করেনি শাসকদল। স্বভাবিকভাবেই অসন্তোষ রয়েছে শাসকদলের কর্মীদের একাংশের মধ্যেও। সুতরাং প্রাক্তন পুলিশকর্তার লড়াই কঠিন হতে চলেছে। ইতিমধ্যেই ডেবরায় তাঁর নামে দেওয়াল লিখন শুরু করে দিয়েছে তৃণমূল। জিতবেন বলেই একপ্রকার নিশ্চিত হুমায়ুন।
আরও পড়ুন: শালবনিতে সুশান্ত, রানিবাঁধে দেবলীনা, ঝাড়গ্রামে মধুজা…প্রথম ২ দফার ৩৮ আসনে প্রার্থী ঘোষণা বামেদের
এদিকে, তৃণমূল জমানাতেই পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার ছিলেন ভারতী ঘোষ। পরে ঝাড়গ্রাম পুলিশে জেলারও সুপার হন। তিনিও মমতার স্নেহধন্যা কম ছিলেন না। তারপর শুরু হয় শাসকশিবিরের সঙ্গে দূরত্ব। তাঁকে গ্রেফতার করতে কোমর বাঁধে রাজ্য পুলিশ। ২০১৯ সালে বিজেপিতে যোগ দেন ভারতী। ঘাটালে লোকসভা ভোটে প্রার্থীও হয়েছিলেন। কিন্তু অভিনেতা দেবের কাছে হেরে যান। তাঁর হার নিয়ে শুভেন্দু অভিযোগ করেছিলেন, বুথ দখল করে হারিয়ে দেওয়া হয়েছে ভারতীকে।
এবার চেনা পশ্চিম মেদিনীপুরে আবার প্রার্থী ভারতী। সর্বোপরি, লোকসভা নির্বাচনে এই ডেবরা কেন্দ্রে ৪ হাজার ২৩৯ ভোটে এগিয়ে ছিল বিজেপি। তবে, তাতে ভয় পাচ্ছেন না তৃণমূল প্রার্থী হুমায়ুন কবীর। তিনি বলছেন, “খেলা হবে। কেউ জিতবে, কেউ হারবে। তবে খেলাটা হোক গণতান্ত্রিকভাবে।”
আরও পড়ুন: সরকারি আমলার স্ত্রী তৃণমূল প্রার্থী, কমিশনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েও ঢোক গিলল বিজেপি