কিশোর কুমারের জন্মদিনে মান্না দে’র গান পোস্ট, ফের হাসির খোরাক দিলীপ ঘোষ

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

আজ, কিশোর কুমারের জন্মদিন। তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে দিলীপবাবু তুলে আনলেন একটি গান, যা আদৌ কিশোরের নয়, মান্না দে’র গাওয়া!

নিজের ফেসবুক পোস্টে জনপ্রিয় অভিনেতা-সংগীতশিল্পী কিশোর কুমারের (Kishore Kumar) জন্মদিনে শ্রদ্ধা জানিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি। সেখানে লিখেছেন – “জিন্দেগী কৈসি হ্যায় পাহেলী হায়, কভি তো হাসায়ে কভি য়ে রুলায়ে ……একদিন সপ্নো কা রাহি, চলা জায়ে সপ্নো সে আগে কাঁহা …”।

আরও পড়ুন : একাধিক দেশে টিকটকের মালিক হচ্ছে মাইক্রোসফট, চুক্তি মাস দেড়েকের মধ্যেই !

গানটি আদৌ কিশোর কুমারের গাওয়া নয়, আরেক জনপ্রিয় সংগীতশিল্পী মান্না দে’র। এটি ফেসবুকে দিলীপ ঘোষ পোস্ট করার পর অনেকেই ভুলটি তাঁকে ধরিয়ে দিয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় বিষয়টি নিয়ে চলছে ঠাট্টা-ইয়ার্কি। তাঁর ন্যূনতম সংস্কৃতি চর্চা নেই। এমন কথা বলেছেন অনেকে। কেউ কেউ আবার বলছেন, বিজেপি রাজ্য সভাপতির সোশ্যাল মিডিয়া টিম অতি কাঁচা। তাই এত বড় একটা ভুল করে বসল।

তবে এই প্রথম নয়, এর আগেও দিলীপ ঘোষ ইস্টবেঙ্গল-মোহনবাগান নিয়ে সোশ্যাল মিডিয়ায় এমনই বড়সড় ভুল করে বসেছিলেন। কখনও মোহনবাগান দিবসে ভুল করে মোহনবাগনের প্রতিষ্ঠা দিবসের শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেছিলেন। তো কখনও ইস্টবেঙ্গলের নাম ভুল বলে পোস্ট। তা নিয়ে বেজায় শোরগোল পড়তেই অবশ্য পোস্ট সরিয়ে দেওয়া হয়েছিল। তবে আজ, কিশোরের জন্মদিনে মান্না দে’র গানের লাইন দেওয়া পোস্টটি এখনও অটুট।

আসলে দিলীপ বাবু একটা দাবাং কিসিমের লোক। এসব সংষ্কৃতির বিষয়। এত সব তার মনে থাকে না। সাবজেক্ট গরুর ওপরে হলেও হত। এর ওপর বহু লিটারেচার আরএসএসের ঘরে রয়েছে। রাম মন্দির বিষয়ে কথা হলেও একরকম হয়। কিন্তু তা না হলে ব্যাপারটা একটু চাপের আছে। দোষ দিলীপ বাবুর নয়। একটা জিনিস ভুলে চলবে না। এটা সোশ্যাল সাইটের যুগ। আপনাকে প্রচারের টিম ভালো রাখতে হবে। সেটাও যদি সংঘের ঘর থেকে নিয়ে আসেন তাহলে চাপ আছে বস !

আরও পড়ুন : এশিয়ায় সেরা ভারতীয় ফুটবল তারকা সুনীল ছেত্রী, জেনে নিন হারালেন কাকে

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest