Durga Puja 2020: দুর্গাপুজোর রায় পুনর্বিবেচনার আর্জি গ্রহণ হাইকোর্টের, শুনানি আগামীকাল

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

পুজো মামলা নিয়ে কলকাতা হাইকোর্ট সোমবার নজিরবিহীন রায় দিয়েছিল। রাতেই জানা গিয়েছিল সেই রায় পুনর্বিবেচনার আবেদন জানিয়ে রিট পিটিশন দাখিল করবে ফোরাম ফর দুর্গোত্‍সব। মঙ্গলবার সেই পিটিশন গ্রহণ করল হাইকোর্ট। বুধবার হবে মামলার শুনানি।

জানা গিয়েছে ফোরামের হয়ে সওয়াল করবেন আইনজীবী তথা তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার এই আরজির প্রেক্ষিতে রাজ্য সরকার-সহ মামলার সকলপক্ষকে নোটিশ দেওয়া হয়েছে।

সোমবার সন্ধের পর আদালতের রায়ের কপি হাতে পায় পুজো কমিটিগুলি। এরপর রায় মেনে ব্যবস্থা করতে গিয়ে একাধিক সমস্যার সম্মুখীন তাঁরা। হাই কোর্ট তাঁদের রায়ে মণ্ডপে কতজন প্রবেশ করতে পারবেন তা বেঁধে দিয়েছেন। তাতে দেখা গিয়েছে ছোট মণ্ডপগুলির ক্ষেত্রে পুরোহিত-সহ সর্বাধিক ১৫ জন সদস্য ও বড় মণ্ডপের ক্ষেত্রে সর্বাধিক ৩০ জনব প্রবেশ করতে পারবেন। অথচ পুরোহিতের সংখ্যাই কোথাও কোথাও পাঁচজন পর্যন্ত হতে পারে। ফলে সদস্য সংখ্যা কমে যাবে।

আরও পড়ুন: স্কুলের ল্যাবেই করোনার সম্ভাব্য ওষুধ বানাল ভারতীয় বংশোদ্ভূত কিশোরী, জিতল প্রায় ১৮ লাখ টাকা

কোথাও আবার মণ্ডপের সামনে ১০ ফুট ছাড়ার মতো জায়গা নেই। এরপরই রায় পুনর্বিবেচনা ও কিছু বদল চেয়ে হাই কোর্টের দ্বারস্থ পুজো কমিটিগুলি। মঙ্গলবার দুপুরে শুনানির কথা থাকলেও, আইনি জটিলতায় তা সম্ভব হয়নি। পুজো কমিটিগুলির আইনজীবী তথা সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় আদালতের কাছে রিভিউ পিটিশান দাখিলের আরজি জানিয়েছেন। তাঁর যুক্তি, হাই কোর্টের রায়ে বিপাকে পড়েছে বহু পুজো কমিটি।

আদালত রাজ্যের সমস্ত পুজো মণ্ডপকে কন্টেইনমেন্ট জোন ঘোষণা করার নির্দেশ দিয়েছে। তাছাড়াও একাধিক বিধির গাইডলাইন ঠিক করে দিয়েছে আদালত। এখন দেখার পঞ্চমীর দিন আদালত নতুন কোনও রায় দেয় কিনা।

আরও পড়ুন: করোনা কমলেই সিএএ চালু, আগুনে ঘি ঢেলে মন্তব্য জে পি নাড্ডার

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest