বুধবার সকাল ৭টা ৫১ মিনিটে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় প্রবল ভূমিকম্প অনুভব হয়। কম্পনের উত্স প্রতিবেশী রাজ্য অসম। কয়েক মিনিটের ব্যবধানেই অসমে পরপর তিনটি ভূমিকম্প হয়। সকাল ৭টা ৫১ মিনিটে প্রথম ভূমিকম্প অসমের সনিৎপুর। সেখানে ভূমিকম্পের তীব্রতা ৬.৪। ৭টা ৫৮ মিনিটে দ্বিতীয় ভূমিকম্প। উৎসস্থল অসমের তেজপুর। তীব্রতা ৪.৩। তৃতীয় ভূমিকম্প ৮টা১ মিনিটে। তীব্রতা ৪.৪।
ভূমিকম্পটি বেশ কিছুক্ষণ স্থায়ী ছিল বলে জানা গিয়েছে। যাতে আতঙ্কিত হয়ে পড়ে সাধারণ মানুষ। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহে কম্পন অনুভূত হয়। সেখানে রাস্তায় নেমে আসে মানুষ। তবে এখনও ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।
#WATCH Assam | Cracks appeared on a road in Sonitpur
as a 6.4 magnitude earthquake hit the region this morning. pic.twitter.com/WfP7xWGy2q— ANI (@ANI) April 28, 2021
এদিকে শুধু এদেশে নয়, জানা গিয়েছে এই কম্পন অনুভূত হয়েছে প্রতিবেশী বাংলাদেশেও। সেদেশের রাজধানী ঢাকা সহ একাধিক স্থানে মৃদু কম্পন অনুভূত হয়েছে। কম্পন অনুভূত হয়েছে মুর্শিদাবাদেও। কিছুক্ষণের মধ্যেই ভূমিকম্প অনুভূত হয় গুজরাটের কচ্ছ ও বিহারেও। তবে লাগাতর চলতে থাকে ভূমিকম্পের আফটার শক। ৮টা ৪৪ মিনিটে অসমের তেজপুরে আরও একবার অনুভূত হয় কম্পন। তীব্রতা ৩.৬।
আরও পড়ুন: ৫ মে থেকে রাজ্যে বিনামূল্যে টিকা ঘোষণা মমতার, একদেশ এক দাম নয় কেন, ছুঁড়লেন প্রশ্ন
ভূমিকম্প প্রসঙ্গে অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বলেন, ‘অসমে বড়সড় ভূমিকম্প হয়েছে। আমি সবার মঙ্গল কামনা করছি এবং সবাইকে সজাগ থাকার জন্য অনুরোধ করছি। সমস্ত জেলা থেকে আপডেট নিচ্ছি আমি।’ তিনি জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও পরিস্থিতির বিষয়ে জানতে তাঁর সঙ্গে যোগাযোগ করেছেন।সোনোয়ালকে ফোন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও।
Few early pictures of damage in Guwahati. pic.twitter.com/lTIGwBKIPV
— Himanta Biswa Sarma (@himantabiswa) April 28, 2021
আবহাওয়াবিদ সুজীব কর জানান, ইয়োসিন হিঞ্জরেখা বরাবর হওয়ায় কম্পনের প্রভাব পড়ে কলকাতায়। যদিও যে এলাকা জুড়ে ভূমিকম্প হল তা দুর্বল। কাজেই একেবারে আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। গরমের দাবদাহে ভূপৃষ্ঠের তাপমাত্রা বেড়েছে উত্তর ভারতে। এদিকে উত্তর-পূর্বে বৃষ্টিপাত হওয়ায় চ্যুতিরেখা বরাবর উষ্ণতার ব্যাপক তারতম্য হয়। আর এই কারণেই ভূমিকম্প বলে জানালেন তিনি। হিঞ্জরেখার উপরেই অবস্থিত কলকাতা (Kolkata)। হিঞ্জরেখা বরাবর কম্পন আগামীতেও হওয়ার আশঙ্কা থেকে যাচ্ছে বলে জানান তিনি।