পটাশপুরে তৃণমূল-বিজেপি সংঘর্ষ, রাতভর বোমাবাজি, আহত ওসি-কেন্দ্রীয় বাহিনীর জওয়ান

শনিবার সকালে এই ঘটনার রিপোর্ট তলব করে নির্বাচন কমিশন। পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপারকে দ্রুত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

প্রথম দফার ভোটের আগে প্রবল বোমাবাজিতে কাঁপলো পূর্ব মেদিনীপুরের পটাশপুর। ভোটের আগের রাতেই স্পর্শকাতর এলাকায় টহলদারির সময় দুষ্কৃতীদের বোমার আঘাতে গুরুতর আহত হয়েছেন পটাশপুর থানার ওসি। আক্রান্ত এক আধাসেনা জওয়ানও।ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশ বাহিনী।

আজ (শনিবার) পটাশপুরে ভোটগ্রহণ হচ্ছে। তার আগে শুক্রবার রাতে পটাশপুর বিধানসভার সাতশতমালে রাতভর বোমাবাজি হয়। স্থানীয়রা জানিয়েছে, তৃণমূল-বিজেপির মধ্যে সংঘর্ষ ঘিরেই এলাকায় বোমাবাজি চলতে থাকে। খবর পেয়ে রাত দেড়টা নাগাদ ঘটনাস্থলে আসে পটাশপুর থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। সেই সময় পটাশপুর থানার ওসি দীপককুমার চক্রবর্তীর সামনেই বোমা ফাটে। তার জেরে আহত হন ওসি এবং কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ান। রাতেই তাঁদের এগরা হাসপাতালে ভরতি করা হয়। সূত্রের খবর, গুরুতর আহত হয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। তাঁকে রাতেই কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। মেদিনীপুর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে চিকিৎসা চলছে ওসির।

আরও পড়ুন: ভোটারদের অযোধ্যা নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি, কমিশনের কোপে জিতেন্দ্র তিওয়ারি

একইসঙ্গে খেজুরিতেও বোমাবাজির খবর মিলেছে। বিজেপির অভিয়োগ, তৃণমূল-আশ্রিত দুষ্কৃতীরা বোমাবাজি করেছে। এক মহিলা-সহ একাধিক বিজেপিকর্মীকে মারধর করা হয়েছে বলে অভিযোগ। এক বিজেপিকর্মীর দাবি, তাঁদের এক কর্মীর হদিশ মিলছে না। ভোট শুরুর আগে সকালেও দফায় দফায় বোমাবাজি হয়েছে। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

শনিবার সকালে এই ঘটনার রিপোর্ট তলব করে নির্বাচন কমিশন। পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপারকে দ্রুত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। ঘটনাস্থলে কী গণ্ডগোল চলছিল বলে পুলিশের কাছে খবর ছিল? ওসি কি পর্যাপ্ত নিরাপত্তা নিয়ে ঘটনাস্থলে গিয়েছিলেন? তা জানতে চেয়েছে কমিশন। ঘটনায় ইতিমধ্যে কমিশনকে প্রাথমিক রিপোর্ট পাঠানোর উদ্যোগ শুরু করেছে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ। চূড়ান্ত রিপোর্ট সন্ধ্যার মধ্যে পৌঁছবে বলে জানা গিয়েছে।

উল্লেখ্য, আজ (শনিবার) পশ্চিমবঙ্গে আট পর্বের বিধানসভা নির্বাচনে প্রথম দফায় ভোটগ্রহণ হচ্ছে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ার ৩০ টি আসনে ভোট শুরু হয়েছে। পূর্ব মেদিনীপুরের সাতটি আসনের দিকে বাড়তি নজর রয়েছে। সেখানে অশান্তির আশঙ্কায় আগে থেকেই ছিল। সেজন্য কড়া নিরাপত্তার বন্দোবস্ত করেছে নির্বাচন কমিশন। সূত্রের খবর, সাতটি আসনের জন্য ১৪৮ কোম্পানি বাহিনী মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুন: কেশিয়াড়িতে বাড়ির উঠানে উদ্ধার BJP কর্মীর দেহ, স্বাভাবিক মৃত্যু- বলল কমিশন

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest