ভোটারদের অযোধ্যা নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি, কমিশনের কোপে জিতেন্দ্র তিওয়ারি

পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রের বিজেপি (BJP) প্রার্থী জিতেন্দ্র তিওয়ারিকে (Jitendra Tiwari) বিধিভঙ্গের অভিযোগে কারণ দর্শানোর (Show Cause) নোটিস দিয়েছে কমিশন।
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

নির্বাচনের প্রচারে বেরিয়ে ঘুরতে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতির জের। এবার পাণ্ডবেশ্বরের বিজেপি প্রার্থী জিতেন্দ্র তিওয়ারিকে (Jitendra Tiwari) শোকজ করল নির্বাচন কমিশন। ইতিমধ্যেই জবাব দিয়েছেন তিনি।

ভোটের মধ্যেই তৃণমূল ছেড়ে অবশেষে বিজেপিতে যোগদান করেছেন তিনি। পরদিনই হাতে গরম মিলেছে ভোটের টিকিট। তার পরই ভোটপ্রচারে ঝাঁপিয়ে পড়েছেন পাণ্ডবেশ্বরের বিজেপি প্রার্থী জিতেন্দ্র তিওয়ারি। সম্প্রতি ভোট প্রচারে তাঁকে বলতে শোনা যায়, ‘অযোধ্যায় যেতে বারণ করা হচ্ছে। গেলে পা ভেঙে দেবে বলছে। কত মানুষের পা ভাঙবে। আমি ভোটে জিতলে পাণ্ডবেশ্বরের সমস্ত গুরুজনকে বিনামূল্যে অযোধ্যায় তীর্থ করতে নিয়ে যাবো।’

তৃণমূলের দাবি, বিনামূল্যে প্রবীণদের তীর্থে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়ে তাঁদের প্রভাবিত করার চেষ্টা করেছেন জিতেন্দ্র তিওয়ারি। নির্বাচনী বিধি ভেঙেছেন তিনি। এর পরই বুধবার জিতেন্দ্র তিওয়ারিকে শো কজ করে কমিশন। তাঁর কাছে জানতে চাওয়া হয়েছে, কেন নির্বাচনী বিধি ভেঙে বিনামূল্যে তীর্থে নিয়ে যাওয়ার কথা বলেছেন তিনি। কেন তাঁর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে না কমিশন।

আরও পড়ুন: কংগ্রেসের ইস্তেহারে প্রতি পরিবারকে মাসে ৫,৭০০ টাকা করে দেওয়ার প্রস্তাব

বুধবারই শোকজের জবাব দেন বিজেপি প্রার্থী। এই প্রসঙ্গে জিতেন্দ্র বলেন, “আমার এটা জানা ছিল না। আইনের ব্যাপারটা জানতাম না। এরপর থেকে আমি সতর্ক থাকব বলেই কমিশনে জানিয়েছি।” শোকজ নিয়ে জিতেন্দ্র তিওয়ারিকে কটাক্ষ করেছেন পাণ্ডবেশ্বরের তৃণমূল প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তী। তিনি বলেন, “এখন কমিশন শোকজ করছে এরপর পাণ্ডবেশ্বরের মানুষ ওকে প্রত্যাখ্যান করবেন।” বিতর্ক এখানেই থেমে নেই। ‘বিধায়ক’ স্টিকার লাগানো গাড়ি নিয়ে ঘোরার অভিযোগও উঠেছিল জিতেন্দ্র তিওয়ারির বিরুদ্ধে। নির্বাচন কমিশনে অভিযোগও জমা হয়। অভিযোগ খতিয়ে দেখে কমিশনের পক্ষ থেকে জিতেন্দ্র তিওয়ারির গাড়ি থেকে স্টিকার খুলে দিল কমিশন।

অন্যদিকে, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সম্পর্কে কুরুচিকর মন্তব্যের জেরে অভিযোগ জমা পড়ল দিলীপ ঘোষের বিরুদ্ধে। শীঘ্রই তাঁকেও শোকজ করা হতে পারে।

মঙ্গলবার পুরুলিয়ার বান্দোয়ান বিধানসভার দলীয় প্রার্থী পারসি মুর্মুর প্রচারে বের হয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি। হাটতলা মোড় থেকে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) আক্রমণ করে বলেন, “প্লাস্টার কাটা হয়ে গেল। ফের ব্যান্ডেজ বাধা হয়ে গিয়েছে। আর পা তুলে তুলে সবাইকে দেখাচ্ছে। শাড়ি পড়ে এসে একটা পা ঢাকা। একটা খোলা। এমন শাড়ি পড়তে দেখিনি। যদি পা টা বার করে রাখতে পারেন। তাহলে শাড়ি কেন, বারমুডা পরতে পারেন। তাহলে পরিষ্কার দেখা যায়। কত নাটক দেখব আর।”

আরও পড়ুন: শিশিরের সাংসদ পদ খারিজের আবেদন জানাবে তৃণমূল

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest