Exit Poll: লড়াই হাড্ডাহাড্ডি হলেও অধিকাংশ বুথফেরত সমীক্ষায় এগিয়ে মমতা

নির্বাচনের বুথ ফেরত সমীক্ষা ফলের একটি ইঙ্গিত মাত্র। সেই ইঙ্গিত সবসময় ঠিক হবে এমন নয়।
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

নির্বাচন শেষ পাঁচ রাজ্যে। ফল রবিবার। বৃহস্পতিবার ভোটদান প্রক্রিয়া শেষ হওয়ার পর একে একে প্রকাশিত হচ্ছে বুথ ফেরত সমীক্ষার ফল। নির্বাচন কমিশনের কড়া নজরে মোট আট দফায় ভোট প্রক্রিয়া বৃহস্পতিবারই সম্পন্ন হয়েছে রাজ্যে। অসমে ২৭ মার্চ থেকে ভোট হয়েছে তিন দফায়। এ ছাড়া তামিলনাড়ু, কেরল ও পুদুচেরিতে এক দফায় ভোট প্রক্রিয়া সম্পন্ন হয়েছে ৬ এপ্রিল। এই পাঁচ রাজ্যে ভোটের ফল প্রকাশিত হবে ২ মে। নির্বাচনের বুথ ফেরত সমীক্ষা ফলের একটি ইঙ্গিত মাত্র। সেই ইঙ্গিত সবসময় ঠিক হবে এমন নয়।

ABP-CNX

এবিপি-সিএনএক্সের বুথফেরত সমীক্ষায় ইঙ্গিত রাজ্যে ১৫৭ থেকে ১৮৫ আসন নিয়ে সরকার গড়তে চলেছে তৃণমূল, বিজেপি পেতে পারে ৯৬-১২৫টি আসন, জোট পেতে পারে ৮ থেকে ১৬ আসন।

NDTV

এনটিডিভির সমীক্ষা অনুসারে, রাজ্যে ফের সরকার গড়তে চলেছে তৃণমূল। বুথ ফেরত সমীক্ষায় দেখা গিয়েছে, তৃণমূল পেতে পারে ১৬৪ থেকে ১৭৪ আসন, বিজেপি পেতে পারে ১০৫ থেকে ১১৫। অন্যান্যরা পেতে পারে ১ থেকে ১৫টি আসন।

TIMES NOW

টাইমস নাও-সি ভোটারের সমীক্ষায় তৃণমূল পেতে পারে ১৫৮টি আসন, বিজেপি পেতে পারে ১১৫টি আসন, জোট পেতে পারে ১৯টি আসন।

আরও পড়ুন: কমিশনকে ভর্ৎসনা কলকাতা হাইকোর্টর, তাতেই কি বাংলায় সভা বাতিলের সিদ্বান্ত মোদীর

ABP- C VOTAR

এবিপি-র বুথ ফেরত সমীক্ষায় ইঙ্গিত, রাজ্যে সরকার গড়তে চলেছে তৃণমূল। তৃণমূলের ভোটের হার হতে পারে ৪২ শতাংশ।

REPUBLIC 

রিপাবলিকের বুথ ফেরত সমীক্ষায় দেখা গিয়েছে, তৃণমূল পেতে পারে ১২৮-১৪৮টি আসন। বিজেপি পেতে পারে ১৩৮-১৪৮টি আসন। অন্যান্যরা পেতে পারে ৬টি থেকে ৯টি আসন।

JAN KI BAAT 

জন কি বাতের বুথ ফেরত সমীক্ষায় ইঙ্গিত, এ বারের বিধানসভা নির্বাচনে তৃণমূল পেতে পারে ১০৪ থেকে ১২১ আসন। বিজেপি পেতে পারে ১৬২ থেকে ১৮৫ আসন। জোট পেতে পারে ৩-৯টি আসন।

আরও পড়ুন: সামনে থেকেই হুঁশ করে ‘হাওয়া’ অনুব্রতর কনভয়! খুঁজে বেড়াচ্ছে ম্যাজিস্ট্রেট–কেন্দ্রীয় বাহিনী

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest