প্রয়াত বিখ্যাত ফ্যাশন ডিজাইনার শর্বরী দত্ত। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টা নাগাদ, ব্রড স্ট্রিটের বাড়ির শৌচাগার থেকে তাঁর দেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ।
পরিবার সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে খাওয়ার সময় তাঁর সঙ্গে অন্যান্যদের শেষবারের মতো দেখা হয়েছিল। তাঁকে ফোনে পাওয়া যাচ্ছিল না বলেও পরিবারের সদস্যদের দাবি। জানা গিয়েছে, তাঁর তেমন কোনও অসুস্থতা ছিল না। তবে শৌচাগারে পড়ে গিয়ে তিনি হৃদরোগে আক্রান্ত হন বলেই মনে করা হচ্ছে। কী কারণে তাঁর মৃত্যু হল তা খতিয়ে দেখবে কলকাতা পুলিশের হোমিসাইড বিভাগ। ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে দেহ। আজ এনআরএস হাসপাতালে দুপুর ১২টার পর ময়নাতদন্ত হবে শর্বরী দত্তের। সেই রিপোর্ট এসেই মৃত্যুর কারণ সম্পর্কে কিছু বলা সম্ভবপর হবে, জানিয়েছে পুলিশ।
আরও পড়ুন: ‘স্টপ বডি শেমিং’, মহালয়ার সকালে নয়া ভাবনা নিয়ে হাজির শিবপ্রসাদ-নন্দিতা জুটি
বেশ কয়েক দশক ধরে ফ্যাশন ডিজাইনিংয়ের সঙ্গে যুক্ত ছিলেন শর্বরী দত্ত। বাংলা চলচ্চিত্র জগতেও তিনি ছিলেন অতি সুপরিচিত নাম। তাঁর হাত ধরেই রঙিন ধুতির চল। এক কথায় ফ্যাশনের জগতে অন্যতম ট্রেন্ড সেটার হয়ে উঠেছিলেন তিনি। নয়ের দশক থেকে কবি অজিত দত্তর সন্তান শর্বরী ভারতীয় পুরুষের অঙ্গবাসে বৈপ্লবিক পরিবর্তনের প্রত্যাবর্তন ঘটান। পাশ্চাত্য প্রভাব ঝেড়ে ফেলে ভারতীয় পরম্পরার পোশাক রচনায় তিনি ছিলেন পথিকৃত। প্রেসিডেন্সি কলেজের এই প্রাক্তনীর গুণমুগ্ধের তালিকায় দেশ-বিদেশের বিশিষ্টদের ভিড় শর্বরী দত্তকে তিন দশকের বেশি সময় বিশ্ব ফ্যাশন দুনিয়ার অন্যতম জ্যোতিষ্ক হিসেবে তুলে ধরেছিল। সেই তালিকায় রয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান, ক্রিকেট তারকা সচিন তেণ্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায়, শোয়েব আখতার, টেনিস তারকা লিয়েন্ডার পেজ থেকে শুরু করে হিন্দি ও বাংলা চিত্র জগতের নক্ষত্ররা।
১৯৯১ সালে কলকাতার ‘দ্য কনক্লেভ’-এ তাঁর প্রদর্শনী তুমুল জনপ্রিয়তা লাভ করলে তাঁর পরিচিতি বৃদ্ধি পায়। প্রধানত পুরুষের পোশাকে হারিয়ে যাওয়া ভারতীয় মৌলিক নকশা ও সূচিশিল্প ফিরিয়ে এনে ফ্যাশন ডিজাইনিংয়ে যুগান্তকারী পরিবর্তনের কাণ্ডারি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিক করেন শর্বরী দত্ত। তাঁর ডিজাইন করা শেরওয়ানি, আংরাখা, পিরান, বন্ধগলা ও কুর্তা দেশীয় ও আন্তর্জাতিক ফ্যাশন দুনিয়ায় ঝড় তোলে। ২০০১ সালে পুরুষদের জন্য বিশেষ সোনার গয়না ডিজাইন করতে শুরুকরেন তিনি। কয়েক বছর আগে দক্ষিণ কলকাতায় নিজের শোরুম ‘শূন্য’-তে নিত্যনতুন সৃষ্টির প্রদর্শনীতে মগ্ন ছিলেন শিল্পী। তাঁর আকস্মিক প্রয়াণে শোকের ছায়া নেমেছে বিভিন্ন মহলে।
আরও পড়ুন: ‘সফট পর্ণস্টার’! কদর্য ভাষায় আক্রমণ কঙ্গনার, উর্মিলার পাশে বলিউড ও নেটদুনিয়া