ঘুম ভাঙতেই বাড়ির দরজায় দাঁড়িয়ে হাতি, আতঙ্ক মেদিনীপুরে

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

সাতসকালে যদি দেখেন আপনার বাড়ির সামনে দাঁড়িয়ে আছে প্রকান্ড একটা হাতি। আপনার অবস্থা কি হবে ? হাত-পা পেটের ভিতর সেঁধিয়ে যাব। শনিবার এমন কাণ্ডই হল মেদিনীপুরের একটি গ্রামে। জঙ্গল থেকে আসা একটি হাতির তাণ্ডবে হইচই পড়ে যায় গ্রামে। মেদিনীপুর সদর ব্লকের চাঁদরা রেঞ্জের ডালকাটা গ্রামে এই কাণ্ডটি ঘটে।

গ্রামে ঢুকে দাপিয়ে বেড়ায় দলমার ওই দলছুট হাতি। সকালবেলা ঘুম থেকে উঠে বাড়ির সামনে হাতি দেখে আতঙ্কিত হয়ে পড়েন বাসিন্দারা। খাবারের খোঁজে পরপর একাধিক বাড়িতে ঢুঁ মারে হাতিটি।

আরও পড়ুন: বাংলাকে Narendra Modi-র হাতে তুলে দেওয়াটাই তাঁদের আসল লক্ষ্য : শুভেন্দু

ওই গ্রামের পার্শ্ববর্তী জঙ্গলে দিন দুয়েক ধরে ঘুরে বেড়াতে দেখা যাচ্ছিল দলছুট দাঁতালটিকে। জঙ্গলে খাবার না পেয়ে খাবারের খোঁজে সাতসকালে হাতিটি গ্রামে ঢোকে বলে দাবি স্থানীয়দের।আতঙ্কিত হয়ে বন দফতরকে খবর দেন এলাকার মানুষ। তবে বন দফতরের কর্মীরা এসে পৌঁছনোর আগেই গ্রামবাসীদের তাড়া খেয়ে লাগোয়া জঙ্গলে ঢুকে পড়ে হাতিটি।

এমন ঘটনা প্রথম নয়। শীতকাল এলেই ফসলের লোভে হাতির পাল নিয়মিতই হানা দেয় জঙ্গল লাগোয়া গ্রামগুলোতে। তাছাড়া তারা করবেই বা কি। দিন দিন জঙ্গল কমে আসছে। খাদ্যের সমস্যা দেখা দিচ্ছে। ফলে পেটের টানে তারা ফসলের খেতে আসছে। ফলে গ্রামবাসীরাও পড়ছে সমস্যায়। ফসল বাঁচাতে রীতিমত যুদ্ধ করতে হয় গ্রামবাসীদের। মাঠ ছেড়ে গ্রামে ও ঢুকে পড়ে তারা। এদিন ও একই ঘটনার পুনরাবৃত্তি।

আরও পড়ুন: একুশের নির্বাচনে জোট বেঁধেই লড়বে বাম-কংগ্রেস, ফয়সালা চূড়ান্ত

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest